মেসি বিতর্কে আসল দোষী আড়ালে? শতদ্রুকে সামনে রেখে তৃণমূলকে রক্ষা করা হচ্ছে, অভিযোগ শুভেন্দুর

Published on:

Published on:

Suvendu Adhikari Attacks Govt Over Messi Kolkata Chaos
Follow

বাংলা হান্ট ডেস্কঃ লিওনেল মেসির কলকাতা সফর স্মরণীয় হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে যা ঘটেছে, তা বাংলার জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্টেডিয়ামের ভাঙচুর, বিশৃঙ্খলা এবং ক্ষুব্ধ দর্শকদের ছবি ও খবর উঠে এসেছে গার্ডিয়ান ও বিবিসির মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। এই ঘটনার পর রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বিশ্বমাধ্যমে খবর, তীব্র সমালোচনা শুভেন্দুর (Suvendu Adhikari)

এই ঘটনার পর রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, এই ঘটনার জেরে বিশ্ব দরবারে বাংলার ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং তার সম্পূর্ণ দায় রাজ্য সরকারের।

দর্শকদের ক্ষোভ কেন?

শনিবার হাজার হাজার মানুষ মেসিকে একবার সামনে থেকে দেখার আশায় যুবভারতীতে গিয়েছিলেন। কিন্তু অভিযোগ, আয়োজকদের টিম, নিরাপত্তারক্ষী, গোট টিমের পি-আর টিম ও কিছু বিশেষ লোকজন মেসির চারপাশে ঘিরে থাকায় সাধারণ দর্শকরা তাঁকে কাছ থেকে দেখতে পাননি। অনেকেরই মেসিকে দেখতে হয়েছে শুধু জায়ান্ট স্ক্রিনে। এই হতাশা থেকেই দর্শকদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, স্টেডিয়াম থেকে টব, কার্পেট এমনকি গ্যালারির সিট পর্যন্ত নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। গোটা যুবভারতীতেই তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের ঝড়

ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন মানুষজন। কেউ আয়োজক ও প্রশাসনকে দুষছেন, আবার কেউ ব্যঙ্গ করে লেখা ও ছবি পোস্ট করছেন। বিশিষ্টদের বাড়তি জাঁকজমক নিয়েও ক্ষোভ প্রকাশ পেয়েছে।

রবিবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ভোটের কয়েক মাস আগে ফুটবল আবেগকে কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে। সাধারণ মানুষ অনেক টাকা দিয়ে টিকিট কেটে হতাশ হয়েছেন। তাঁর দাবি, পরিস্থিতি খারাপ বুঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝপথ থেকে গাড়ি ঘুরিয়ে ফিরে যান। মেসিকে সামনে রেখে ‘খেলা হবে’ করার চেষ্টা হলেও শেষ পর্যন্ত উল্টো ফল হয়েছে।

মেসির ভারত সফরের মূল আয়োজক শতদ্রু দত্তকে এই ঘটনার দায়ে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। তবে শুভেন্দুর অভিযোগ, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরে ফাঁক রয়েছে। শুধু শতদ্রু নয়, অরূপ বিশ্বাস ও সুজিত বসুর গ্রেপ্তারিও দাবি করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীর গঠিত তদন্ত কমিটিও মানতে চান না বলে জানান তিনি।

Suvendu Adhikari says jailed TMC MLA running job selling racket from prison

আরও পড়ুনঃ হাওড়া ডিভিশনে রেলের কাজ, ১০ দিনের পাওয়ার ব্লকে কোন কোন ট্রেন চলবে না? এক নজরে দেখুন তালিকা

যুবভারতীর অব্যবস্থার প্রতিবাদে রবিবার দুপুর ২টোর সময় এসপ্ল্যানেডে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ কর্মসূচির কথাও ঘোষণা করেছেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)।সব মিলিয়ে, যে সফর ফুটবলপ্রেমীদের জন্য উৎসব হওয়ার কথা ছিল, তা বিশৃঙ্খলা, ক্ষোভ এবং রাজনৈতিক বিতর্কে ঢেকে গেল।