বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে! ‘বিজয় দিবস’ উপলক্ষ্যে কলকাতায় মহা সমাবেশের ডাক দিলেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগে দেশদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে সনাতনী সাধু চিন্ময়কৃষ্ণ দাসকে। তারপর থেকেই বিক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশ। ওপার বাংলার প্রতিবাদে সেই আগুন আছড়ে পড়েছে এপার বাংলাতেও। সনাতন হিন্দু সাধুদের হয়ে প্রতিবাদে নেমেছে বঙ্গ বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

কলকাতায় মহা সমাবেশের ডাক দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)

চিন্ময়কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে সুর চড়িয়েছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে কলকাতায় বড় মিছিল করছে হিন্দু জাগরণ মঞ্চ। ভারতের বিরুদ্ধেও লাগাতার শ্লোগান দেওয়া হচ্ছে। পাশাপাশি সেদেশের সংখ্যালঘু হিন্দুদের ভারতের ‘দালাল’ তকমা  দেগে যাওয়া হচ্ছে বলে অভিযোগ।

এরই মধ্যে হুঁশিয়ারি দিয়ে এদিন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)  বলেছেন, এবার কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। ওপারে বেড়ে চালা ভারত বিদ্বেষ প্রসঙ্গে বলতে গিয়ে বাংলাদেশকে পুরনো ইতিহাস মনে করিয়ে দিয়েছেন তিনি।

মুক্তিযুদ্ধের  প্রসঙ্গ তুলে এদিন তিনি বলেছেন, ‘তিন হাজার ভারতীয় সেনার আত্মবলিদান রয়েছে। তখন কোথায় ছিলেন এরা? ৩০ হাজার বাঙালি হিন্দু আত্মবলিদান দিয়েছেন। তারপর একাত্তরের বিজয় এসেছে।’ এরপরই কলকাতার রাজপথে মহা সমাবেশের ডাক দিয়ে তাঁর হুঙ্কার, ‘১৬ ডিসেম্বর বিজয় দিবস। কলকাতাতে মহাসমাবেশ থেকে বাংলাদেশের রাজাকার ও পাকিস্তানের চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে আসল ভারতীয়রা করবে।’

আরও পড়ুন: পচন ধরেছে দেহে, শরীরে একাধিক আঘাত! কলকাতায় পুলিশকর্মীর রহস্যমৃত্যুতে হাড়হিম করা তথ্য

এরপরেই সরাসরি পাকিস্তানের নাম নিয়ে এদিন বলেছেন, ‘আজকের বাজারে দেড়শো টাকা পেঁয়াজ। একশো কুড়ি টাকা আলু। পাকিস্তানের মতো অবস্থা হোক। এক হাজার টাকা লিটার পেট্রোল। চারশো টাকায় কেজি প্রতি আটা কিনতে হয়।’

Suvendu Adhikari

এছাড়া ভারতের প্রতি বাংলাদেশের নির্ভরতার কথাও  মনে করাতে ভোলেননি শুভেন্দু। ফারাক্কার বিদ্যুৎ বন্টন নিয়ে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, ‘ফারাক্কার উপর দিয়ে বিদ্যুৎ না গেলে ওখানে তো ৮০ ভাগ জায়গা অন্ধকার হয়ে যাবে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর