‘২৪ শতাংশ দুধেল গাইয়ের ভোট নিয়েও হেরেছেন, এবার আমি ভবানীপুরে দাঁড়ালে কী হবে?’ মমতাকে বার্তা শুভেন্দুর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় ফের নির্বাচনের ঘন্টা বেজেছে। এবার মুখ্যমন্ত্রীর আসন বাঁচানোর লড়াই। আগামী ৩০ শে সেপ্টেম্বর ভবানীপুর সহ রাজ্যের তিনটি কেন্দ্রে নিবার্চন হতে চলেছে। সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্র নিয়ে অত উন্মাদনা না থাকলেও, সবার লক্ষ্য ভবানীপুর কেন্দ্র। কারণ ওই আসন থেকে প্রার্থী হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। তৃণমূল নিজের প্রার্থী ঘোষণা করলেও, বিজেপি এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। পাশাপাশি কংগ্রেস এখনো দোটানায় রয়েছে। যদিও বামেরা প্রার্থী দেবে বলে জানিয়েছে।

উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হতেই শুরু হয়েছে রাজনৈতিক তোড়জোড়। আর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য সেটাই প্রমাণ করল। উল্লেখ্য, শিক্ষক দিবসের দিনে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একহাতে নেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকে তিনি এও বলেন যে, দল যদি আমাকে ভবানীপুর থেকে দাঁড়াতে বলে, তখন কী হবে?

Suvendu Adhikari

শুভেন্দু অধিকারী বলেন, ‘এতবড় একজন মুখ্যমন্ত্রী! আপনাকে কে বলেছিল নন্দীগ্রামে আসতে? ২৪ শতাংশ দুধেল গাইদের ভোট পেয়েছেন। ৬৫ হাজারের মধ্যে আমি পেয়েছি মাত্র ৪০০ ভোট, বাকি সব আপনার। এরপরেও ১৯৫৬ ভোটে হারিয়ে দিয়েছি’। শুভেন্দুবাবু বলেন, ‘কে বলেছিল আপনাকে নন্দীগ্রামে আসতে? আমি কী ভবানীপুর দাঁড়াতে গিয়েছিলাম? এখন দল যদি আমাকে ভবানীপুর থেকে দাঁড়াতে বলে, তখন কী হবে?’

বিরোধী দলনেতা বলেন, ‘মানুষ প্রস্তুত রয়েছে। চারমাস আপনি কী দিয়েছেন, তার দুর্গন্ধ গোটা রাজ্যে ছড়িয়েছে’। শুভেন্দু অধিকারী আরো বলেন, ‘২ কোটি ২৮ লক্ষ ভোট পেয়েছি আমরা। বিশ্বজিৎ, মুকুল চলে গেলেও আমাদের কিছু যায় আসেনা। ১০০ সিটে গণনায় আমাদের কাউন্টিং এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। ৫০ সিটে আমাদের কাউন্টিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। আপনি যতই আমাদের এমএলএ নিয়ে নিন, বিজেপির থেকে বিরোধী দলের তকমা কেড়ে নিতে পারবেন না। আর কেন্দ্রীয় নেতৃত্ব যতদিন চাইবে, আমি ততদিন বিরোধী দলনেতা হিসেবেই থাকব’।

সম্পর্কিত খবর

X