‘দূরের জিনিস স্পষ্ট দেখেন, কাছেরটা ঝাপসা’, হঠাৎ কেন মমতাকে একথা বললেন শুভেন্দু?

বাংলা হান্ট ডেস্কঃ মালদার (Malda) বামোনগোলায় দুই মহিলাকে নগ্ন করে বেধড়ক মারধরের ঘটনায় ক্রমশ্যই উত্তাপ চড়ছে রাজ্য-রাজনীতিতে। মণিপুরের চিত্র যেন ভেসে উঠল বাংলায়। আর মঙ্গলবারের এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু রাজনৈতিক তরজা। শনিবার এই ঘটনা নিয়ে এবার তীব্র নিন্দা করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya), মন্ত্রী স্মৃতি ইরানিও (Smriti Irani), অনুরাগ ঠাকুর। আর এবার ট্যুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা শুভেন্দুর (Suvendu Adhikari)।

একদিকে গত তিন মাসেরও বেশি সময় ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। প্রাণ গেছে বহুজনের। ঘরছাড়া হাজার হাজার মানুষ। এরই মধ্যে সম্প্রতি দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে প্রকাশ্যে অত্যাচারের ভিডিও উঠে আসে মণিপুর থেকে। সেই নিয়ে উত্তাল গোটা দেশ। বিজেপি সরকারের বিরুদ্ধে একজোটে নিন্দায় সরব বিরোধীরা। গত ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চে অভিষেক, মমতা থেকে শুরু করে অনেকের মুখে উঠে আসে এই ইস্যু।

এদিকে গতকালই পশ্চিমবঙ্গের মালদার দুই মহিলার ওপর নির্যাতনের ওই ঘটনা সংবাদমাধ্যমের শিরোনামে আসে। মূলত চুরির অভিযোগে মালদায় দুই মহিলাকে ভরা হাটে নগ্ন করে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে উন্মত্ত জনতার বিরুদ্ধে। এই নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা-নেত্রীদের পর এবার মমতাকে আক্রমণ শুভেন্দুর। যদিও তিনি মণিপুর প্রসঙ্গ তোলেন নি।

বিরোধী দলনেতা বলেন, দূরদৃষ্টি স্পষ্ট থাকলেও, অনেক সময় কাছের জিনিসকে ঝাপসা দেখেন আপনি। রাজনৈতিক দূরদৃষ্টি থাকা সত্বেও নিজেদের রাজ্যে ঘটা নৃশংস ঘটনা দেখতে পান না। প্রসঙ্গত, মালদার ঘটনায় দুই নির্যাতিতার পরিবারের দাবি করে, হাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন দুই জা। সেইসময় চোর সন্দেহে তাদের বিবস্ত্র করে মারধর করা হয়। এমনকি চুরির অভিযোগে দুই মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানায় পরিবার।

malda viral video

এই ঘটনা প্রকাশ্যে আসতেই গতকাল অমিত মালব্য টুইটে লেখেন,’পশ্চিমবঙ্গে আতঙ্ক অব্যহত। মালদায় দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এঘটনার সময় নীরব দর্শকের ভূমিকায় ছিল রাজ্য পুলিশ। ১৯ জুলাই সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।’ অন্যদিকে, এই ঘটনা নিয়ে কংগ্রেস ও তৃণমূলকে একজোটে আক্রমণ করেন স্মৃতি ইরানি। মালদার ঘটনা নিয়ে ‘মমতা নির্মমতার প্রতীক’ বলে মন্তব্য করেছিলেন অনুরাগ ঠাকুর।

ad

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর