বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে রবিবার রাজ্যের নানান প্রান্তে প্রতিবাদ মিছিল বেরিয়েছিল। নৈহাটিতেও একটি মিছিল বেরোয়। সেখানে আচমকাই একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। নারী-পুরুষ নির্বিশেষে প্রতিবাদকারীদের মারধর করা হয় বলে জানা যাচ্ছে। এবার এই নিয়ে তোলপাড় করা দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
নৈহাটির মিছিলে হামলা নিয়ে কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?
সোমবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন শুভেন্দু। দীর্ঘ ক্যাপশনে লিখেছেন, ‘গতকাল উত্তর পরগণার নৈহাটিতে আরজি কর কাণ্ডের ন্যায়বিচারের দাবিতে একটি প্রতিবাদ মিছিল বেরিয়েছিল। আচমকাই সেখানে একদল দুষ্কৃতী হামলা চালায়। প্রতিবাদকারীদের মারধর শুরু হয়। মহিলারাও ছাড় পাননি, তাঁদের হেনস্থা করা হয়’।
Yesterday, a Protest March was held in Naihati; North 24 Parganas district, seeking justice for the RG Kar PGT Lady Doctor.
Suddenly, some miscreants turned violent and started a commotion and eventually beat up the protestors. They didn’t even spare the Ladies and even roughed… pic.twitter.com/JbzB0yq57K— Suvendu Adhikari (@SuvenduWB) September 9, 2024
- নৈহাটির হামলায় তৃণমূল যোগ?
শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, গতকালের এই হামলার ঘটনা পূর্বপরিকল্পিত। তিনি আঙুল তুলেছেন, নৈহাটি শহর তৃণমূল সভাপতি সনৎ দে-র দিকে। সনৎ আবার ঘটনাচক্রে স্থানীয় এক তৃণমূল কাউন্সিলরের স্বামী। বিজেপি বিধায়কের দাবি, তৃণমূলের গুণ্ডাদের আন্দোলনকারী সেজে বেরোতে বলা হয়েছিল। এরপর অশান্তি সৃষ্টি করে সম্পূর্ণ কর্মসূচি ভেস্তে দেওয়ার পরিকল্পনা করা হয় বলে দাবি তাঁর। এখানেই শেষ নয়, নৈহাটির প্রতিবাদ মিছিলে হামলার ভাইরাল এক ভিডিওয় দেখা মিলেছে, সবুজ গেঞ্জি পরা এক ব্যক্তির। শুভেন্দুর মিডিয়া গ্রুপে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি সনতের ভাই!
আরও পড়ুনঃ ‘এক মাস তো হয়ে গেল’,‘পুজোতে ফিরে আসুন’, আরজি কর কাণ্ডের মাঝেই ‘আহ্বান’ মমতার
বিরোধী দলনেতা লেখেন, ‘হোয়্যাটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই সকল নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছিল’। এরপর বেশ কয়েকজন কাউন্সিলরের নাম নিয়ে শুভেন্দু দাবি করেন, এই ‘প্ল্যান’ বাস্তবায়িত করেছেন তাঁরা। সনতের ঘনিষ্ঠ এক ব্যক্তির নাম নিয়ে তাঁর দিকেও আঙুল তুলেছেন বিজেপি বিধায়ক।
দীর্ঘ এই পোস্টের সঙ্গে একটি ভিডিও-ও শেয়ার করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। সেখানে দেখা যাচ্ছে, প্রতিবাদকারীদের মারধর করা হচ্ছে। এরপর মাইক হাতে ক্যামেরার সামনে এসে ক্ষোভ উগড়ে দেন বেশ কয়েকজন আন্দোলনকারী। দেখা যায়, প্রতিবাদকারী এক যুবকের পরনের পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে। এক মহিলার পোশাকের কাঁধের অংশও ছেঁড়া। ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে এক তরুণী বলেন, পুলিশ বলছে আমরা কিছু জানি না। আরজি কর কাণ্ডে এমনিতেই প্রবল সমালোচিত হয়েছে রাজ্যের শাসক দল। এই আবহে এবার এমন ভিডিও প্রকাশ্যে আসায় তাদের অস্বস্তি আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।