বাংলা হান্ট ডেস্কঃ এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অনুমতি না নিয়ে জাতীয় সড়কে মিছিল করেছেন অভিষেক! ঠিক এই অভিযোগ তুলেই কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা করলেন নন্দীগ্রামের বিধায়ক।
মে মাসেই ইটাহার এবং ফরাক্কায় জাতীয় সড়কে বিনা অনুমতিতে মিছিল করেছেন অভিষেক! এমন অভিযোগ নিয়েই বৃহস্পতিবার শুভেন্দুর আইনজীবী হাই কোর্টে তৃণমূল সেকেন্ড ইন কমান্ডোর বিরুদ্ধে মামলা দায়ের করেন। জাতীয় সড়ক আইন অনুযায়ী, বিনা অনুমতিতে কেউ রাস্তা আটকে মিছিল করতে পারে না। এই যুক্তিই খাড়া করিয়েছেন শুভেন্দুর আইনজীবী।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট পূর্বে জনসংযোগ যাত্রায় মেতে উঠেছেন তৃণমূলের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া শাসকদল। গত ২৪ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘নবজোয়ার কর্মসূচি’তে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর থেকে মে মাসে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে তিনি মালদহে আসেন অভিষেক।
তারপর জাতীয় সড়ক ধরেই ফরাক্কায় ঢোকেন তিনি। এই সময়ে একাধিক জায়গায় জাতীয় সড়ক আটকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করেন বলে অভিযোগ শুভেন্দুর। এই নিয়েই বৃহস্পতিবার দায়ের হয়েছে মামলা।
সূত্রের খবর, আগামী ৭ জুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওই আবেদনের শুনানি হতে পারে।