বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মানেই বিরাট মেজাজ। দীর্ঘদিন বঙ্গ রাজনীতিতে ব্যাকফুটে থাকার পর আচমকাই আবার সেই পুরনো মেজাজ নিয়ে দুর্দান্ত কামব্যাক করেছেন এই বিজেপি নেতা। পদহীন, নির্বাচিত জনপ্রতিনিধি নন, এহেন বিজেপি নেতার মন্তব্যে শুক্রবার সরগরম হয়ে উঠেছিল বঙ্গ-রাজনীতি। ঐদিন খড়্গপুরের একটি রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ। সেখানেই স্থানীয় মহিলদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হতেই তেড়ে গিয়েছিলেন এই দাপুটে বিজেপি নেতা। প্রকাশ্যে ওই মহিলাকে ‘গলা টিপে ধরবো’ বলেও হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে তাঁকে। যা নিয়ে রীতিমতো ‘ছি ছি’ পড়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। প্রকাশ্যে একজন মহিলার প্রতি এমন অপ্রীতিকর মন্তব্য করায় দিলীপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন আলোচনাও শোনা গিয়েছে।
দিলীপ ঘোষের বিতর্কিত প্রসঙ্গে কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?
লোকে যাই বলুক দিলীপ ঘোষ নিজে কিন্তু নিজের মন্তব্যে অনড় থেকেছেন। অকাট্য যুক্তিতে শনিবার সকালেও বিন্দুমাত্র ভয়ডর না রেখে বুক চিতিয়ে বলেছেন, ‘দিলীপ ঘোষ কাউকে ভয় পায় না। আমি আর আমার অনুগামীরাই যথেষ্ট। প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু মেজাজ নয়।’ সমালোচনা শুনে কিংবা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিতেও বিন্দুমাত্র ভয় পাননি তিনি। এহেন সাহসী দিলীপ ঘোষ সম্পর্কে কি মত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)?
বঙ্গ রাজনীতিতে দিলীপ-শুভেন্দু (Suvendu Adhikari)’যুযুধান’। এমনই কানাঘুষো শোনা যায় হামেশাই। কিন্তু আজ পর্যন্ত কখনই তাঁরা একে অপরকে প্রকাশ্যে আক্রমণ করেন নি বরং মুখোমুখি হলে সৌজন্য সাক্ষাৎকার করতেই দেখা গিয়েছে তাঁদের। শনিবারের বারবেলাতেও সেকথাই প্রমাণিত হলো আরও একবার।
আরও পড়ুন: নাচ দেখব! ‘দিদি’র আবদার মেটাতে দুবাই বিমানবন্দরেই নাচতে শুরু করলেন দুই গুজরাটি তরুণী
খড়গপুরে দিলীপ ঘোষের সাহসী মন্তব্যের ব্যাপারে মতামত জানতে চাওয়া হলে দ্য ওয়ালকে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘দিলীপ ঘোষকে যে ভাবে উত্যক্ত করা হয়েছে, আর অশ্রাব্য ভাষায় কথা বলা হয়েছে সেটা ঠিক হয়নি। প্রাক্তন সাংসদ উনি তো। এমপি ল্যাডের টাকায় যে রাস্তা হয়েছে তার কাজ দেখতে যেতে পারবে না? দিলীপ ঘোষের পাশে গোটা দল আছে।’
বিরোধী দলনেতা শুভেন্দুর আরও প্রশ্ন, ‘আজ দিলীপ ঘোষের বাড়িতে লোক পাঠিয়েছে। এটা কী রকম অসভ্যতা? তৃণমূলের কালচার কি লোকের বাড়িতে বাড়িতে লোক পাঠানো?’ প্রসঙ্গত, ক’দিন আগেই বিধানসভায় দেখা হয়েছিল শুভেন্দু এবং দিলীপ ঘোষের। সেসময় বেশ কিছুক্ষণ কথাও হয়েছিল তাঁদের ।একসঙ্গে মধ্যাহ্নভোজও সেরেছিলেন তাঁরা।