এবার সরাসরি টার্গেট মমতাকেই! গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রীর প্রতিবেশীদেরই, শুভেন্দুর পোস্টে তোলপাড়

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ টালবাহানার পর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। তবে এই আবহে গুরুতর অভিযোগ উঠে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেশীদের কাছ থেকে। আর মুখ্যমন্ত্রীর পাড়ার বাসিন্দাদের সেই জীবন যন্ত্রণার কথা তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু তাই নয়, বিরোধী দলনেতা একটি ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন।

শুভেন্দুর (Suvendu Adhikari) পোস্ট ঘিরে শোরগোল

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লেখেন, ‘হিরক রাণীর রাজত্বে যখন গোটা রাজ্য নরক যন্ত্রণায় কাতরাচ্ছে তখন ওনার বাসস্থান হরিশ চ্যাটার্জি রোডের প্রতিবেশীরা দীর্ঘদিনের যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন। বংশানুক্রমে ওখানে বসবাসকারী অধিবাসীগণ অতিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার নামে পুলিশি বাড়বাড়ন্ত নিয়ে। এই যে সকল সহনাগরিকগণ ক্যামেরার সামনে সরাসরি এই অভিযোগ করছেন তাদের কি উত্তর দেবেন মাননীয়া (অসম্পাদিত)?’

   

Suvendu Adhikari

আরোও পড়ুন : অনেক আগেই হয়ে যেত বলিউড ডেবিউ, এই নায়কের কারণে প্রস্তাব ফেরান কোয়েল

বিরোধী দলনেতা যে ভিডিওটি পোস্ট করেছেন তাতে এক ব্যক্তিকে দাবি করতে শোনা যাচ্ছে যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাড়ার বাসিন্দা। জনৈক ওই ব্যক্তির দাবি, প্রতিদিন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যাতায়াত করতে তাদের চূড়ান্ত সমস্যা হচ্ছে। প্রতিনিয়ত বদলে যাচ্ছে ব্যারিকেট। আসা-যাওয়ার পথে জবাবদিহি করতে হচ্ছে পুলিশকে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দারা জানাচ্ছেন, পুলিশের অতি তৎপরতায় তারা বিরক্ত।

বারংবার জবাবদিহি করতে হয় এই রাস্তায় চলাচল করতে হলে। এলাকার স্থানীয় বাসিন্দা হলেও প্রতিনিয়ত তাদের হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে। এই অবস্থায় এলাকাবাসীরা চাইছেন এই সমস্যার স্থায়ী সমাধান। বিরোধী দলনেতার (Suvendu Adhikari) পোস্ট করা ভিডিওতে এক মহিলাকে বলতে শোনা যাচ্ছে, “আমরা এই রাস্তার জন্য ট্যাক্স প্রদান করি। দীর্ঘদিনের বাসিন্দা এখানকার। তবুও আমাদের হেনস্থা করা হচ্ছে আসতে-যেতে।”

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর