কলকাতায় শুভেন্দুর সঙ্গে বিমল-রোশনের গোপন বৈঠক! পাহাড়ের রাজনীতি নিয়ে জল্পনা তুঙ্গে

Published on:

Published on:

Suvendu Adhikari Meets GJM Leaders Ahead of Bengal Polls

বাংলা হান্ট ডেস্কঃ আগামী বিধানসভা ভোটের আগে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ ঘিরে জোর জল্পনা। কলকাতায় এসে বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন গোর্খা জনমুক্তি মোর্চার দুই শীর্ষনেতা বিমল গুরুং ও রোশন গিরি। স্থান ছিল সিবিআই সদর দফতর, নিজাম প্যালেস। বিজেপির এক শীর্ষ সূত্র মারফত খবর, এই বৈঠকের মূল লক্ষ্য ছিল আসন্ন ভোটে বিজেপির সঙ্গে ফের কোনও রকম বোঝাপড়া গড়ে তোলার রাস্তা তৈরি করা।

পাহাড়ে কার দখল? পুরনো সমীকরণেই ফিরছে মোর্চা?

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পাহাড়ে একক শক্তি হিসেবে লড়াই করে দার্জিলিং ও কার্শিয়াং দুই আসনেই জয়ী হয়েছিল। কালিম্পংয়ে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা তৃণমূলের সমর্থনে জিতে গেলেও, বিমল গুরুং ও রোশন গিরির গোর্খা জনমুক্তি মোর্চা তৃণমূলের পাশে দাঁড়িয়ে নির্বাচনে কার্যত ভরাডুবির মুখে পড়ে। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে লোকসভা ভোটের আগেই ফের বিজেপির ঘনিষ্ঠতা শুরু করে বিমল-রোশন। ঘনিষ্ঠতা বাড়াতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভাতেও হাজির হন তাঁরা।

বিজেপি সূত্র জানাচ্ছে, বর্তমানে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার সঙ্গে দলের সম্পর্ক খুব একটা মসৃণ নয়। স্থানীয় সাংগঠনিক অসন্তোষ এবং ভোট ম্যানেজমেন্ট ঘিরে বারবার প্রশ্ন উঠেছে। ঠিক এই অবস্থাতেই শুভেন্দুর (Suvendu Adhikari) সঙ্গে মোর্চা নেতাদের এই বৈঠককে ঘিরে নানা মহলে রাজনৈতিক ইঙ্গিত মিলছে। বিজেপি চাইছে পাহাড়ে ভোটের আগে ঘর গুছিয়ে রাখতে। তৃণমূল সেখানে এখনও শক্ত ভিত গড়ে তুলতে পারেনি। এই পরিস্থিতিতে পুরনো শরিকদের ফিরিয়ে এনে পাহাড়ে নিজেদের আধিপত্য ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির।

Suvendu Adhikari Meets GJM Leaders Ahead of Bengal Polls

আরও পড়ুনঃ পুজোর মধ্যেও চলবে ‘আমাদের পাড়া’ প্রকল্পের কর্মসূচি, কেমন হবে কাজ? বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, কলকাতায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠক করে বিজেপির ঘনিষ্ঠতা আরও বাড়ালেন বিমল গুরুং ও রোশন গিরি। ২০২৬ এর বিধানসভা ভোটের আগে পাহাড়ের দখল ঘিরে ফের বিজেপি ও মোর্চা এক ছাতার তলায় আসছে কি না, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। পাহাড়ে ফের পুরনো জোটের সম্ভাবনাই উঠে আসছে আলোচনায়।