সিবিআই-র ভয়ে তৃণমূলের হার্মাদরা ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে, শাসক দলকে কটাক্ষ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের পর ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)। ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তে নামার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বড় বয়ান দিয়েছেন। তিনি বলেছেন, সিবিআই তদন্তে নামার পরই তৃণমূলে থরহরিকম্প নেমছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন, ‘২ মে-র পর তৃণমূলের অত্যাচারে বিজেপির নেতা-কর্মীরা ঘরছাড়া হয়েছিলেন। আর এখন এর ঠিক উল্টোটা হচ্ছে। তৃণমূলের নেতা আর হার্মাদরা সিবিআই দেখলেই পালাচ্ছে। ওঁরা এখন ঘর ছাড়তে বাধ্য হচ্ছে।”

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পর বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে কোমর বেঁধে তদন্তে নেমেছে সিবিআই। ঘুরে দেখছে জেলা জেলা। দায়ের হয়েছে একাধিক এফআইআরও। আর সিবিআই-র এই তৎপরতার কারণেই তৃণমূলের অনেক নেতা ঘরছাড়া বলে দাবি শুভেন্দু অধিকারীর।

উল্লেখ্য, বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার সরব হয়েছিল বিজেপি। তাঁরা আগাগোড়াই এই হিংসার তদন্তের জন্য সিবিআই-র দাবি করে আসছিল। কিন্তু রাজ্য নিজেদের গোয়েন্দা দিয়েই তদন্ত করাবে বলে জানিয়েছিল। এরপরই এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। আর মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে আদালত রাজ্যের ভোট পরবর্তী হিংসার তদন্তের দায়ভার সিবিআই-র কাঁধে তুলে দেয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর