বাংলা হান্ট ডেস্কঃ যুবভারতী কাণ্ডের পর রাজ্যজুড়ে চলছে তুমুল আলোচনা। ‘এই রাজ্য পারল, ওই রাজ্য পারল, শুধু বাংলা পারল না’, এইরকম কথাই ঘুরছে মানুষের মুখে মুখে। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার উত্তর ২৪ পরগনার লেনিনগড়ে এক সভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিজেপি ক্ষমতায় এলে আবার বাংলায় লিওনেল মেসিকে আনা হবে।
কী বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)?
সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “আনুন বিজেপিকে। হায়দরাবাদ যদি পারে, দেবেন্দ্র ফড়ণবিশ যদি পারেন, রেখা গুপ্তার দিল্লি যদি পারে, তাহলে আগামী দিনে বিজেপি এলে আমরাও মেসিকে নিয়ে আসব। কী করে খেলা করতে হয়, হায়দরাবাদ, মুম্বই, দিল্লির মতো আমরাই দেখাব। যদি চন্দ্রবাবু নাইডু পারেন, রেখা গুপ্তা আর দেবেন্দ্র ফড়ণবিশ যদি পারেন, তাহলে আগামী দিনে বিজেপির মুখ্যমন্ত্রীও পারবেন। ভরসা রাখুন।”
প্রসঙ্গত, ভারতে এসে সর্বপ্রথম লিওনেল মেসি কলকাতাতেই পা রেখেছিলেন। তাঁকে এক ঝলক দেখার জন্য মুখিয়ে ছিলেন হাজার হাজার দর্শক। কিন্তু অভিযোগ ওঠে, নেতামন্ত্রী ও তাঁদের আত্মীয়-স্বজনদের ভিড়ের কারণে সাধারণ দর্শকরা মেসিকে দেখতে পাননি। মেসি যুবভারতীতে নামার মাত্র পনেরো মিনিটের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি সামাল দিতে উদ্যোক্তারা তাঁকে দ্রুত ফিরিয়ে নিয়ে যান। খবর পেয়ে মাঝপথ থেকেই ফিরে যান মুখ্যমন্ত্রী। মেসিকে দেখতে না পেয়ে মাঠে উপস্থিত দর্শকদের একাংশ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। গোটা ঘটনায় ইতিমধ্যেই এক আয়োজক গ্রেফতার হয়েছেন।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতি মামলায় বড় ধাক্কা মানিকের! রাজ্যপালের অনুমতিতে শুরু হচ্ছে বিচার প্রক্রিয়া
এই সবকিছুর মধ্যেই এবার ফের মেসিকে বাংলায় আনার প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যুবভারতী কাণ্ডের রেশ কাটতে না কাটতেই মেসি ইস্যু যে রাজ্য রাজনীতিতে আরও বড় জায়গা নিতে চলেছে, তা বলাই বাহুল্য।












