বাংলাহান্ট ডেস্ক : শাসক দলের বিরুদ্ধে ফের সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার বিধায়ক মানে কি শুধুই তৃণমূলের বিধায়ক? এমন প্রশ্নও তুললেন বিজেপি নেতা। পূর্ত দফতরের যুগ্মসচিব বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে পূর্ব মেদিনীপুরের সব বিধায়ককে ডাকার জন্য নির্দেশ দিলেও পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক শুধুমাত্র বেছে বেছে আমন্ত্রণ জানিয়েছেন তৃণমূল বিধায়কদের। কেবলমাত্র তৃণমূল বিধায়কদের বৈঠক সম্পর্কে জানানো হয়েছে বলেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার এক টুইটে এমনই দাবি করলেন।
উল্লেখ্য, শুভেন্দু অধিকারী একটি চিঠির ছবি টুইটারে শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, অতিরিক্ত জেলা শাসকের সই করা এই চিঠিটি ফরওয়ার্ড করা হয়েছে পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, নন্দকুমার, মহিষাদল, চাঁদিপুর, পটাশপুর ও এগরার বিধায়কদের। সেখানে বিজেপি বিধায়কদের নাম না থাকায় বেজায় চটে রয়েছেন তিনি।
The Joint Secretary; Public Works Dept instructed the Purba Medinipur District Administration to inform all the MLAs of the Purba Medinipur district regarding a Meeting with the Standing Committee on Public Works & Public Health Engineering; West Bengal Legislative Assembly. pic.twitter.com/2tkBi1ZolE
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 24, 2022
প্রায় এই একই অভিযোগ সোমবার বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, “ভুল করেও কোনও সরকারি অনুষ্ঠানে আমাদের কোনও চিঠি দেওয়া হয় না। কোনও সরকারি কমিটিতে বিরোধী দলের বিধায়ক, সাংসদদের ডাকা হয় না।” দিলীপ বাবুর সেই অভিযোগের কথা মঙ্গলবার আবারও শোনা গেল শুভেন্দু অধিকারীর কথায়।