মানবিক! করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ১৫টি অ্যাম্বুলেন্স নিয়ে উদ্ধারকার্যে এগিয়ে এলেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্ক : ওডিশার বালেশ্বরের বাহানাগা ষ্টেশনের কাছে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস ট্রেন (Coromandel Train Accident)। তবে শুধুমাত্র মাত্র করমণ্ডল এক্সপ্রেস নয়, সেখানে একই সঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছে হাওড়া বেঙ্গালুরু যশবন্তপুর এক্সপ্রেসও। শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনায় অন্তত ৭০ জন মারা গিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ২০০ জন বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে মানবিক রূপ দেখালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দশটি অ্যাম্বুলেন্স নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধার কার্যে।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই খবর জানিয়ে শুভেন্দু লেখেন, ‘করমন্ডল এক্সপ্রেস এর দুর্ঘটনার খবরে আমি উদ্বিগ্ন। রেল দফতরের আধিকারিকদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। রেল দফতরের সঙ্গে ওড়িশা সরকারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সম্মিলিত ভাবে এই প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করছেন। ২০ জন স্বয়ংসেবক এর একটি মেডিক্যাল টিম দুর্ঘটনাস্থলে সাহায্যের জন্য রয়েছেন। রেল দফতর বেশ কয়েকটি হেল্পলাইন নম্বরও চালু করেছে।

suvendu 1

রাজ্যের বিরোধী দলনেতা আরও লেখেন, ‘আপনারা সবাই অবগত আছেন যে, করমন্ডল এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। বহু মানুষ আহত হয়েছেন। এই অবস্থায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে উদ্ধার কাজে সহযোগিতা করতে ১০টি অ্যাম্বুলেন্স বালেশ্বরের ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করার ব্যবস্থা করেছি। এই মুহূর্তে জলেশ্বর পার করেছে অ্যাম্বুলেন্স গুলি।’

এখানেই শেষ নয়। প্রয়োজন বুঝে আরও ৫টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন নন্দগ্রামের বিধায়ক। এই খবর জানিয়ে তিনি লেখেন, ‘আপনারা সবাই অবগত আছেন যে, করমন্ডল এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। বহু মানুষ আহত হয়েছেন। এই অবস্থায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে উদ্ধার কাজে সহযোগিতা করতে আরো ৫ টি অ্যাম্বুলেন্স বালেশ্বরের ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করার ব্যবস্থা করেছি। খুব দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে যাবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে দাঁড়াল ৭০। আহত হয়েছেন ৩৫০ জনের বেশি। ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জেনা: বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩০০-৪০০ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভরতি করা হয়েছে।

জানা যাচ্ছে, দুর্ঘটনার পর এগিয়ে এসেছেন বালাসোরের সাধারণ মানুষ। রক্ত দিতে হাসপাতালের সামনে লম্বা লাইন দেখা গিয়েছে। তাঁরা রক্ত দিতে মুখিয়ে আছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ডিআইজি) মনোজকুমার যাদব জানান ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে একটি দল রয়েছে আছে। আরও পাঁচটি দলকে পাঠানো হচ্ছে। কটক থেকে ওই পাঁচটি দল যাচ্ছে। যা দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।


Sudipto

সম্পর্কিত খবর