‘রাজ্য সরকার…’! নেতাজিকে অসম্মানের অভিযোগ! চাঞ্চল্যকর মেসেজ ফাঁস করলেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) জন্মদিন। এই দিনটি পাবলিক হলিডে তথা ছুটির দিন। তবে এই দিনেও কর্মচারীদের অফিসে আসতে বাধ্য করা হচ্ছে। অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিজের দাবির স্বপক্ষে একটি মেসেজও শেয়ার করেছেন তিনি। ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

শুভেন্দুর (Suvendu Adhikari) এক পোস্টে শোরগোল!

বুধবার নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ক। সেখানে একটি হোয়্যাটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট দেখতে পাওয়া যাচ্ছে (যদিও তার সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)। সেই ছবি শেয়ার করে বিরোধী দলনেতা দাবি করেছেন, ‘সিএমআরও গ্রিভান্স রিড্রেসাল অ্যাক্টিভিটি স্টাফদের বাধ্য করবে পাবলিক হলিডের দিন অফিস করতে’।


শুভেন্দু (Suvendu Adhikari) লেখেন, ‘আগেই রাজ্য সরকার নোটিফিকেশন জারি করেছিল। ২০২৫ সালের ২৩ জানুয়ারি পাবলিক হলিডে হিসেবে ঘোষিত হয়েছে। কাল নেতাজি জয়ন্তী। পাবলিক হলিডে। ভারত রত্ন, ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্রের প্রতি শ্রদ্ধার্ঘ্য। পাবলিক হলিডে-র দিন সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাঙ্ক, অন্যান্য পাবলিক অর্গানাইজেশন বন্ধ থাকে। জাতীয় স্তরের ইভেন্ট, উৎসব, গুরুত্বপূর্ণ দিনকে স্মরণীয় করে রাখার জন্য এই ছুটির দিন ঘোষণা করা হয়েছে’।

আরও পড়ুনঃ একলাফে ২০০০! আগামী মাস থেকেই বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা? বাজেট নিয়ে জোড়ালো জল্পনা

এরপরেই পাবলিক হলিডের (Public Holiday) দিন অফিসে আসতে বলা হচ্ছে বলে অভিযোগ করেন পদ্ম নেতা। শুভেন্দু লেখেন, ‘তবে ওয়েস্ট বেঙ্গল অফিশিয়ালের হোয়্যাটসঅ্যাপ গ্রুপের নির্দেশে অন্য কথা বলা হচ্ছে। সিএমআরও গ্রিভান্স রিড্রেসাল অ্যাক্টিভিটি স্টাফদের বাধ্য করবে পাবলিক হলিডের দিন অফিস করতে। এটা শুধুমাত্র পাবলিক হলিডের নিয়ম ভঙ্গ করছে তাই নয়, এটি নেতাজিকেও অসম্মানের শামিল’।

Suvendu Adhikari

বিজেপি বিধায়ক লিখেছেন, এখন একেবারে সাধারণ সময়। কোনও প্রাকৃতিক দুর্যোগ, অতিমারি অথবা রাজনৈতিক কোনও অস্থিরতা নেই। তা সত্ত্বেও ওই ধরণের কাজ কেন অন্যদিনের জন্য রাখা হল না? প্রশ্ন তুলেছেন তিনি।

এদিকে শুভেন্দু (Suvendu Adhikari) নিজের পোস্টে যে হোয়্যাটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে বিডিও লেখা একটি নম্বর থেকে একটি মেসেজ এসেছে। সেখানে লেখা রয়েছে, আগামীকাল দুপুর ১টা থেকে সিএমআরও গ্রিভান্স রিড্রেসাল ক্যাম্প মোডে করা হবে। জেলা পরিষদের সচিব, সকল বিডিও টেকনিক্যাল টিম নিয়ে ভিসি মোডে থাকবেন। মেসের শেষে লেখা রয়েছে, এটিকে গুরুত্বপূর্ণ হিসেবেই গণ্য করবেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর