গার্ডেনরিচ কাউন্সিলরের ভূয়সী তারিফ! ফিরহাদের ভিডিও পোস্ট করে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার রাতে আচমকাই ভেঙে পড়ে গার্ডেনরিচের একটি নির্মীয়মাণ বহুতলের (Garden Reach Building Collapse) একাংশ। বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন। নিহতের সংখ্যা ১০ পেরিয়ে গিয়েছে, আহত একাধিক। এই ঘটনায় একাধিকবার কলকাতা পুরসভার মেয়র তথা স্থানীয় বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং স্থানীয় কাউন্সিলর শামস ইকবালকে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার ফের একটি ভিডিও পোস্ট করে তাঁদের আক্রমণ করলেন বিজেপি নেতা।

মঙ্গলবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে একটি পুরনো ভিডিও পোস্ট করেন শুভেন্দু। সেখানে ফিরহাদের মুখে গার্ডেনরিচের কাউন্সিলর শামস ইকবালের (Shams Iqbal) প্রশংসা শোনা যাচ্ছে। ভিডিও শেয়ার করে নন্দীগ্রামের বিধায়ক লিখেছেন, ‘কালকের ববি হাকিম, আজকের শামস ইকবাল। মেয়রের মুখে ভূয়সী প্রশংসা। এমনকি উনি (শামস ইকবাল) তাঁর রাজনৈতিক উত্তরসূরি হতে পারেন এমন ইঙ্গিতও দিচ্ছেন’।

এখানেই না থেমে শুভেন্দুর প্রশ্ন, ‘১৩৪ নম্বর ওয়ার্ডে কতগুলি বেআইনি বিল্ডিং তৈরি হয়েছে সেটা কি অডিট করে দেখবেন মেয়র? নাকি অডি চালানো কাউন্সিলর ছাড় পেয়ে যাবেন?’ বিজেপি নেতা লেখেন, খুব সম্ভবত কোনও সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে না। মেয়র এবং কাউন্সিলর দু’জনেই এই ইস্যু শান্ত হওয়ার অপেক্ষায় আছেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যই ভোট ময়দানে! ‘দরকারে পুনর্জন্ম নেব’, প্রচারে বেরিয়ে আবেগঘন দেব

শুভেন্দুর কথায়, ‘এই পরিস্থিতি কিছুটা শান্ত হলেই আবার জলাশয় ভরাট, বেআইনি নির্মাণের কাজ শুরু হয়ে যাবে’। যে এলাকার ৫০-৬০ শতাংশ বিল্ডিংই অবৈধভাবে নির্মিত, সেখানে কীভাবে মেয়র পদক্ষেপ গ্রহণ করবেন? প্রশ্ন তুলেছেন নন্দীগ্রামের বিধায়ক। গার্ডেনরিচের বহুতল ভেঙে পড়ার ঘটনায় মেয়র ফিরহাদ হাকিম এবং স্থানীয় কাউন্সিলর শামস ইকবালকেই কার্যত কাঠগড়ায় তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

suvendu adhikari targets firhad hakim and shams iqbal in garden reach building collapse incident

প্রসঙ্গত, গার্ডেনরিচ ঘটনার পর একাধিকবার সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই ফিরহাদের হাকিমের বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ এনে নির্বাচন কমিশনকে চিঠিও লিখেছে গেরুয়া শিবির। তাঁদের দাবি, বহুতল ভেঙে পড়ার ঘটনায় ফিরহাদ হাকিম ক্ষতিপূরণ ঘোষণা না করে রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা করতে পারতেন। কারণ ফিরহাদ রাজনৈতিক দলের নেতা হওয়ার পাশাপাশি স্থানীয় বিধায়কও। তিনি কীভাবে ক্ষতিপূরণ ঘোষণা করলেন? সেই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছে বিজেপি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর