বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনকে (Panchayat Vote) পাখির চোখ করে আজ থেকে শুরু হচ্ছে ‘তৃণমূলের নব জোয়ার’ যাত্রা। টানা দুমাসের এই কর্মসূচীর প্রথম দিনে কোচবিহারে পৌঁছে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সারাদিন নানা কর্মসূচী নিয়ে পৌঁছে যাবেন আমজনতার দুয়ারে। শুনবেন তাদের রায়। আর সব শেষে তাঁবু টাঙিয়ে রাত্রিযাপন করবেন দলীয় কর্মীদের সাথে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর গলায়, “এত বড় একটা কর্মসূচি কোনওদিন ভারতবর্ষে কেউ নেয়নি, বাংলা তো ছেড়ে দিন।” তবে এই নিয়েও বিরোধীদের কটাক্ষের শেষ নেই। অভিষেকের অভিনব এই কর্মসূচীকে বিধঁতে বিন্দুমাত্র দেরী করেননি বঙ্গ বিজেপির অন্যতম প্রধান সৈনিক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
অভিষেকের সংযোগযাত্রাকে জোর কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন, “এই কর্মসূচির সঙ্গে মানুষের কোনও সম্পর্ক নেই, প্রথমত বিপুল সরকারি অর্থ ব্যায় করা হচ্ছে। ডিসি ৫ জন পুলিশ আধিকারিককে, কয়লা ভাইপোকে যেন চোর স্লোগান শুনতে না হয় তার জন্য। গাড়ির স্পিড একশোর নিচে নামাবেন না, তাহলেই চোর স্লোগান শুনতে হবে।”
সোমবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। সেখানে পঞ্চায়েত ভোট প্রসঙ্গে তিনি বলেন, “ভারতবর্ষে এরকম কোনও কর্মসূচি আগে কেউ করেননি। আমি বরাবর বলি রক্তপাতহীন ভোটের কথা। কিন্তু একমাত্র ভাল প্রার্থী হলেই সেটা সম্ভব।” প্রসঙ্গত, উত্তরবঙ্গের ১৩টি এমন বিধানসভায় অভিষেক রাত্রিযাপন করবেন যেখানে গত বিধানসভা নির্বাচনে জয় হয়েছে বিজেপির।
কোচবিহারের মাথাভাঙা, তুফানগঞ্জ, আলিপুরদুয়ার, মালদা, জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি, বীরভূমের দুবরাজপুর,বাঁকুড়ার কোতুলপুর, ছাতনা,পুরুলিয়ার কাশিপুর,পশ্চিম মেদিনীপুরের ঘাটাল,হুগলির গোঘাট এবং উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে অভিষেক রাত্রিবাস করবেন বলে তৃণমূল সূত্রে খবর।
এখন কোচবিহারে পৌঁছে গিয়েছেন অভিষেক। দিনহাটার সাহেবগঞ্জ ফুটবল মাঠ, সিতাইয়ের গোসানিমারি হাইস্কুলের মাঠ এবং শীতলকুচির পঞ্চায়েত সমিতির মাঠে জনসভা করবেন। এরপর বিকেলে পৌঁছে যাবেন মাথাভাঙায়। সেখানে কলেজ মাঠে গণভোটের আয়োজন করা হয়েছে। সেখানে সাধারণ মানুষের মতামত শুনবেন দলনেতা।