‘ভোট লুঠ করতে এলে ফের নন্দীগ্রাম হবে”, তৃণমূলকে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

বাংলাহান্ট ডেস্ক : এবার ভোটের আগে রীতিমতো হুঁশিয়ারি দিতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। তৃণমূলকে চোখ রাঙিয়ে এদিন তিনি বলেন ‘ভোট লুঠ করলে আবারও নন্দীগ্রাম হবে’।

২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পুরসভায় নির্বাচন। শেষ মুহুর্তের প্রচার চলছে জেলায় জেলায়। এদিন পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের একটি নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘ভোট লুঠ করলে আবারও নন্দীগ্রাম হবে। কাঠের গুঁড়ি ফেলা হবে। রাস্তা অবরোধ হবে।’ একই সঙ্গে তাঁকে আরও বলতে শোনা যায়, ‘এরাজ্যে বহুদলীয় গণতন্ত্র নেই। ভোট দিতে না দিলেই আমরা প্রতিরোধ করব। আগে থেকেই বলছি। যে যেখানে বিরোধিতা করছে, সে সেখানেই আক্রান্ত হচ্ছে। বিজেপি প্রধান বিরোধী দল। তাই টার্গেট বেশি।’

প্রসঙ্গত, আর মাঝে মাত্র একটা দিন। তারপরই পুরভোট রাজ্যে। এদিনই সুপ্রিম কোর্টে উঠেছিল পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে বিজেপির করা মামলা। কিন্তু সুপ্রিমকোর্ট খারিজ করেছে এই আবেদন। হাইকোর্ট এবং সুপ্রিমকোর্ট উভয় জায়গা থেকেই খালি হাতে ফিরতে হয়েছে বিজেপিকে। হাইকোর্ট এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের উপর ছেড়েছিল আগেই। সেই মতন পুরভোট রাজ্যপুলিশকে দিয়ে করানোর সিদ্ধান্তই নিয়েছে কমিশন। বৃহস্পতিবারই হাইকোর্টকে এই সিদ্ধান্ত জানায় রাজ্য নির্বাচন কমিশন।

Subhendu Adhikary 1

প্রসঙ্গত, প্রথম দফায় হওয়া চারটি পুরনিগমের ভোটে কার্যতই গোহারা হেরেছে বিজেপি। রাজ্যে সবুজ ঝড়ে উড়ে গিয়েছে পদ্মফুল। এমনকি বেশ কিছু যায়গায় বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গেছে রাজ্য রাজনীতিতে সাম্প্রতিক কালে অপ্রাসঙ্গিক হয়ে পড়া বামেরাও। কিন্তু ইতিমধ্যেই আনিস হত্যা কান্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযোগের তীর তৃণমূলের দিকেই। ফলে কী হতে চলেছে ১০৮ টি পুরসভার ফলাফল, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। এই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী ২ মার্চ।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর