বাংলা হান্ট ডেস্কঃ মোথাবাড়ির ঘটনায় (Mothabari Case) বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মোথাবাড়ি যেতে চেয়ে তাঁর করা মামলাতেই এবার বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। সংবিধান অনুযায়ী যে কেউ যেখানে খুশি যেতে পারেন, স্পষ্ট জানিয়েছে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ।
কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) যা হল…
গত সোমবার থেকে উত্তপ্ত মালদহের মোথাবাড়ি। বৃহস্পতিবার অশান্তি আরও বৃদ্ধি পায়। দোকান, গাড়ি ভাঙচুর করে আগুন লাগানো হয়। রাস্তাতেও আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ময়দানে নামে পুলিশ। লাঠিচার্জ থেকে শুরু করে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। এই অশান্তির ঘটনায় ৬টি মামলা রুজু করে পুলিশ।
ইতিমধ্যেই মোথাবাড়ি (Mothabari) কাণ্ডের জন্য গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অবধি। এই ইস্যুর আঁচ এসে পড়েছে রাজনীতির আঙিনাতেও। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মোথাবাড়ি যেতে চান। এবার তাঁর করা মামলাতেই বড় পর্যবেক্ষণ উচ্চ আদালতের।
আরও পড়ুনঃ ‘দিদি…’! মমতাকে যোগ্য-অযোগ্য আলাদা করার ‘পথ’ দেখালেন অভিজিৎ! খুলবে চাকরিহারাদের ভাগ্য?
এদিন শুনানি চলাকালীন রাজ্যের তরফ থেকে জানানো হয়, মোথাবাড়ির পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এখনও অবধি ২০টি FIR দায়ের করা হয়েছে। চৌরঙ্গীতে কালীমন্দির এবং মসজিদ আছে। রাস্তার মোড়ে আছে। পরিস্থিতি অন্যরকম হতে পারে।
পাল্টা আবেদনকারীর আইনজীবী দাবি করেন, ‘জেড ক্যাটাগরির নিরাপত্তা পান আবেদনকারী। ৪টে গাড়ি থাকবে, পরিস্থিতি দেখা হবে। একই গাড়িতে দু’জন থাকবে’। রাজ্য আবার সওয়াল করে, ‘না, এভাবে যাওয়া যায় না’।
তখনই হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজ্যকে বলেন, সংবিধান অনুযায়ী যে কেউ যেখানে খুশি যেতে পারে। আগামী সোমবার এই মামলা শুনবেন বিচারপতি। সেদিন উচ্চ আদালতের তরফ থেকে কী নির্দেশ দেওয়া হয় এবার সেটাই দেখার।