তৃণমূলের ধর্না কর্মসূচির দিনই তড়িঘড়ি দিল্লিতে শুভেন্দু! বৈঠক ঘিরে জোর জল্পনা

বাংলা হান্ট ডেস্ক: ‘চুরি আটকাতে’ এবার দিল্লি (Delhi) গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যাওয়ার সময় তিনি জানিয়েছেন, মঙ্গলবার বিকেল চারটেয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি।

সোমবার কলকাতা বিমানবন্দরে শুভেন্দু বলেন, ‘যারা প্রকৃত জব কার্ড হোল্ডার, তাদের নিয়ে তো বিজেপির (BJP) আপত্তি নেই। বিজেপি চুরি আটকাতে চায়। ১ কোটি ৩২ লক্ষ ভুয়ো জব কার্ড পশ্চিমবঙ্গে রয়েছে। আমি দিল্লিতে গিয়ে সুনিশ্চিত করব ভুয়ো জব কার্ডে যারা টাকা তুলেছেন তারা যেন আইনের আওতায় আসেন। পঞ্চায়েত প্রধানরা ২০১৩ থেকে ২০১৮, ২০১৮ থেকে ২০২৩ ছিলেন, তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা হয়।’

এদিকে মঙ্গলবার দুপুর ১টা থেকে যন্তর মন্তরে তৃণমূল (TMC) সাংসদ, মন্ত্রী, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতিদের সঙ্গে ১০০ দিনের জব কার্ড হোল্ডার ধর্না শুরু করবেন। সন্ধে ৬ টায় কৃষি ভবনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করতে যাবে তৃণমূলের প্রতিনিধি দল। অভিষেক জানিয়েছেন, তৃণমূলের প্রতিনিধি দলকে সাক্ষাতের সময় দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী।

এদিকে বিমানবন্দরে দিল্লি রওনার সময় বলে গিয়েছেন, ‘সন্ধে ৬টায় তৃণমূলের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। তার আগে বিকেল চারটেয় আমার সঙ্গে বৈঠক করবেন তিনি।’

এদিকে কর্মসূচি ঘোষণার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) হুঁশিয়ারিও দেন। তিনি বলেন, ‘আগামিকাল আমাদের প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রীর কাছে রাজ্যের দাবি দাওয়া জানাতে যাবে। যদি আমরা আমাদের প্রশ্নের জবাব সঠিকভাবে না পাই, তাহলে মন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়েই আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’ সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘মঙ্গলবারের কর্মসূচিতে কোনও কর্মী আহত হলে তৃণমূল ছেড়ে কথা বলবে না।’

suvendu abhishek

এদিকে এই নিয়ে তীব্র কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, ‘এরা লড়বে? পুলিশ নির্ভর শাসকদলের পার্টি। আমরা সিপিএমের সঙ্গে লড়াই করার লোক, তৃণমূলের সঙ্গে লড়াই করার লোক। পিসি (Mamata Banerjee) একটা সময় করেছিল পরে পাল্টে গিয়েছে। ওরা কি লড়বে?’

Monojit

সম্পর্কিত খবর