যাদবপুরে BJP-র মিছিলে মহিলা কর্মীদের হেনস্থা করেছে পুরুষ পুলিশ! ভিডিও পোস্ট শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ যাদবপুর ইস্যু নিয়ে উত্তাল রাজ্য। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের বাংলা অনার্সের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যুর (Jadavpur University Student Death) ঘটনা ঘিরেও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা, কাদা ছোড়াছুড়ি। এক স্বপ্নের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ধিক্কার মিছিল, প্রতিবাদ মিছিলে সামিল একাধিক রাজনৈতিক দল।

গতকাল অর্থাৎ শুক্রবার বিশ্ববিদ্যালয়কে র‍্যাগিং মুক্ত করার দাবিতে ‘যাদবপুর বাঁচাও’–এর ডাক দিয়ে মিছিলে নামে বিজেপির (BJP) ছাত্র সংগঠন, যুব মোর্চা। তবে সেই মিছিলেই ধুন্ধুমার। গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত মিছিল করে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি (ABVP) এবং বিজেপির যুব মোর্চা।

তাদের যাদবপুর এইট বি পর্যন্ত মিছিল করার কথা ছিল। সেই পরিকল্পনা মতোই তারা গোল পার্কে জমায়েত করে। কিন্তু, সেখানেই বিপত্তি। হঠাৎই ব্যারিকেড দিয়ে তাদের রাস্তা আটকে দেয় পুলিশ। এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে মিছিলকারীরা।ঘটনায় কয়েকজনকে আটক করে নিয়েও যায় পুলিশ বাহিনী।

আরও পড়ুন: ‘অনেক টাকা দিতে হবে, ভাগ..’, কাটমানি চাইছেন TMC কাউন্সিরের স্বামী? ভাইরাল অডিও ঘিরে তোলপাড়

এরই মধ্যে অভিযোগ এবিভিপির মহিলা সদস্যদেরও প্রিজন তোলা হয় তবে সেই সময় উপস্থিত ছিলনা কোনও মহিলা পুলিশ। বিজেপির অভিযোগ, মহিলা পুলিশ ছাড়াই পুরুষ পুলিশকর্মীরা তাদের টেনে প্রিজনভ্যানে তুলেছে। এইরকমই বিস্ফোরক অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে মহিলাদের হেনস্থার অভিযোগ তুলে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Opposition Leader Suvendu Adhikari)।

শুধু মুখে নয় টুইটারে ঘটনার একটি ভিডিয়ো শেয়ার করে পুলিশের শাস্তির দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক। টুইটারে শুভেন্দুর প্রশ্ন, ‘এই জঘন্য কাজকে কি একজন নারীর শালীনতাকে অবমাননা করা হিসেবে বিবেচনা করা উচিত নয়?’

Jadavpur University qw

আরও পড়ুন: পূর্বের সব রেকর্ড ভেঙে কিছুক্ষণেই ৯ জেলা কাঁপাবে বৃষ্টি! আবহাওয়ার বড় আপডেট

পাশাপাশি তিনি আরও বলেন, ‘বিজেপির যুব মোর্চার আন্দোলনে ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে পুলিশ দিয়ে তাদের আন্দোলনকে আটকানোর চেষ্টা চলছে। বিজেপির আন্দোলন গতি পেয়েছে বুঝতে পেরে পুলিশ বেপরোয়া আচরণ করেছে। তবে নারীদের যেভাবে হেনস্থা করা হয়েছে তা সীমা ছাড়িয়ে গিয়েছে। এইসব পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর