বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালির ঘটনার পর আরও জোরদার অ্যাকশনে ইডি। শুক্রবার সকাল থেকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলছে ইডির ম্যারাথন অভিযান। একে একে তৃণমূল হেভিওয়েটদের বাড়িতে এজেন্সি হানা। এদিন পুরনিয়োগ দুর্নীতি মামলায় (municipality recruitment scam) একজোটে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, (Minister Sujit Boses), তৃণমূল বিধায়ক তাপস রায় (MLA Tapas Roy) ও দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সলির সুবোধ চক্রবর্তীর (Councillor Subodh Chakraborty) বাড়িতে চলছে ইডির অভিযান।
একদিকে যখন দিকে দিকে ইডির অভিযান ঘিরে সকাল থেকে চাপে শাসকদল সেই সময়ই আসরে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তীব্র কটাক্ষ করে বিরোধী দলনেতার পরামর্শ, ‘ব্যাগ গোছাতে শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন।’
এখানেই শেষ নয়, বিরোধী দলনেতা আরও বলেন, ‘ইডি তথ্য পেয়েছে বলেই, আজকের পুণ্য দিনে, ভোর ভোর বেরিয়ে পড়েছে। এই সুজিত বোস, দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত। আগেও একাধিকবার আমি বলেছি। অন্যরাও বলেছেন।..’
প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকেই অভিযানে নেমেছে ইডি। এদিন সাতসকালে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। লেকটাউনে সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডির একটি টিম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মন্ত্রীর বাড়িতে ঢোকেন গোয়েন্দারা। দমকল মন্ত্রীর শ্রীভূমির দুটি বাড়িতেই হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।
সূত্রের খবর, এদিন মন্ত্রীর বাড়িতে তদন্তে গিয়ে খানিক বাধা পেতে হয় ইডি আধিকারিকদের। দমকল মন্ত্রীর বাড়িতে পৌঁছে ইডি আধিকারিকরা একাধিকবার কলিং বেল বাজালেও প্রথমে কেউ সাড়া দেয় নি। পরে একজনের গলার আওয়াজ শোনা যায়। যদিও সেই ব্যক্তি দরজা খুলতে চাইছিলেন না। পরে অবশ্য দরজা খুলে দেন। তারপর থেকে ৫ ঘন্টা পেরিয়ে গেলেও চলছে তল্লাশি।
ওদিকে শাসকদলের বর্ষীয়ান তথা বরানগরের বিধায়ক নেতা তাপস রায়ের বাড়িতেও চলছে তল্লাশি। এদিন সকাল সকাল বিবি গাঙ্গুলি স্ট্রিটে যে আবাসনে তাপসবাবু থাকেন সেখানে হানা দেয় ইডি। কিছুক্ষণ ডাকাডাকির পর গেট খুললে তারা ভেতরে চলে যান। দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পদেও রয়েছেন তাপসবাবু।
আরও পড়ুন: খবর পেয়ে তড়িঘড়ি এসেও হল না কাজ! দমদম থানার IC-কে সুবোধের বাড়িতে ঢুকতেই দিল না ED
প্রসঙ্গত, রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার তথা প্রযোজক অয়ন শীলের সূত্র ধরেই সর্বপ্রথম পুর নিয়োগ দুর্নীতির হদিস মেলে। পুরসভায় নিয়োগ দুর্নীতির খোঁজ মিলতেই আলাদা মামলা দায়ের করে একজোটে তদন্তে নামে সিবিআই, ইডি। ইডি সূত্রে খবর, অয়ন শীলের বাড়িতে তল্লাশির সময় সেখানে একটি ফোল্ডার পাওয়া গিয়েছিল। ফোল্ডারে ছিল চাকরিপ্রার্থীদের নামের একটি তালিকা। সেই তালিকা থেকেই সুজিত বসু, তাপস রায়, সুবোধ চক্রবর্তীদের নাম উঠে আসে বলে জানা গিয়েছে। সেই সূত্র ধরেই চলছে তল্লাশি। এর আগে গত অক্টোবর মাসে মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে গত হানা দিয়েছিল সিবিআই। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও চলেছিল তল্লাশি। আর এবার ইডির স্ক্যানারে তৃণমূলের একাধিক হেভিওয়েট।