১৮৫৭ সালে ইংরেজদের বিরুদ্ধে আর ২০১৪ সালে হিন্দুত্বের জন্য লড়াই শুরু হয়ঃ সুব্রক্ষণ্যম স্বামী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির বরিষ্ঠ নেতা তথ্যা রাজ্যসভার সাংসদ সুব্রক্ষণ্যম স্বামী (Subramanian Swamy) একটি ট্যুইট করে বলেন, ভারতে (India) কখন কখন কীভাবে যুদ্ধ হয়েছে আর দেশের মানুষ কীভাবে স্বাধীনতা পেয়েছে। আর সেই ক্রমেই তিনি যুদ্ধের উল্লেখ করেন, যেটা নিয়ে বিতর্ক বাঁধতে পারে। ওনার বক্তব্য অনুযায়ী, হিন্দুত্বের জন্য যুদ্ধ ১৬ ই মে ২০১৪ থেকে শুরু হয়। জানিয়ে দিই, ১৬ মে ২০১৪ সালে প্রথমবার কংগ্রেসকে হারিয়ে কেন্দ্র নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গঠিত হয়েছিল।

স্বামী ট্যুইট করে লেখেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের থেকে ভারতের মুক্তি যুদ্ধ ১৮৫৭ সালে শুরু হয়। দ্বিতীয় যুদ্ধ ২১ অক্টোবর ১৯৪৩ সালে হয়েছিল। দেশের ভিতরে লুকিয়ে থাকা পশ্চিমিকরণ এর বিরুদ্ধে তৃতীয় মুক্তি যুদ্ধ শুরু হয় ১৫ আগস্ট ১৯৪৭। আর ১৬ মে ২০১৪ সালে হিন্দুত্বের জন্য যুদ্ধ শুরু হয়।

জানিয়ে দিই, বিজেপির এই নেতা তথা সাংসদ সবসময় হিন্দুদের অধিকারের কথা বলেন। উনি রাম মন্দির নির্মাণ আন্দোলনেও শামিল ছিলেন। এর আগেও উনি বলেছেন যে, হিন্দুদের মৌলিক অধিকার মুসলিমদের সম্পত্তির অধিকারের থেকেও উর্ধে।

সম্পর্কিত খবর

X