রণবীরকে টুইটারে ব্লক করলেন স্বরা, অভিনেতার উত্তর দেখে হেসে লুটোপুটি খাওয়ার জোগাড় নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: স্বর চড়াতে ভালোই পারেন স্বরা ভাস্কর (Swara Bhaskar)। দেশে ঘটতে থাকা বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে প্রায়ই নিজের মতামত জাহির করেন তিনি। ফলস্বরূপ সোশ‍্যাল মিডিয়ায় অনেকের সঙ্গেই ঠোকাঠুকি লাগে অভিনেত্রীর। কিন্তু হঠাৎ করে তিনি অভিনেতা রণবীর শোরেকে (Ranvir Shorey) কেন টুইটারে ব্লক করে দিলেন সেটাই বুঝে উঠতে পারছেন না কেউ।

রণবীরের একটি টুইটেই বিষয়টা জানতে পারেন নেটিজেনরা। অভিনেতা প্রতিক্রিয়াও দিয়েছেন এ বিষয়ে। আর তাঁর টুইটটি দেখেই হেসে গড়াগড়ি খাচ্ছেন নেটিজেনরা। কী এমন টুইট করেছেন রণবীর যা এত ভাইরাল হয়েছে?

swara media
দুটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। প্রথমটি একটি স্ক্রিনশট, যেখানে দেখা যাচ্ছে স্বরা ভাস্কর টুইটারে তাঁকে ব্লক করেছেন। আর এটা জানার পর রণবীরের প্রতিক্রিয়া দেখা গিয়েছে দ্বিতীয় ছবিতে। একটি ভাইরাল টিকটকের ছবি শেয়ার করেছেন অভিনেতা যেখানে হাউহাউ করে কাঁদতে দেখা যাচ্ছে ছেলেটিকে। রণবীরের টুইটটি ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তেই।

স্বরা কোনো মন্তব‍্য করেননি রণবীরের টুইটের উত্তরে। তবে কৌতূহলী নেটিজেনরা প্রশ্ন করেছেন, হঠাৎ করে কী এমন হল যার জন‍্য রণবীরকে ব্লক করে দিলেন স্বরা? দুজনের মধ‍্যে কোনো মনোমালিন‍্যের খবর পাওয়া যায়নি সম্প্রতি। সোশ‍্যাল মিডিয়ায় মতানৈক‍্য হয়েছে বলেও শোনা যায়নি। তাহলে হঠাৎ স্বরার এমন আচরণের কারণ কী? নেটিজেনরা প্রশ্ন করলেও কোনো উত্তর আসেনি রণবীরের তরফে।

উল্লেখ‍্য, স্বরা এবং রণবীর একসঙ্গে একটি ছবিতে অভিনয় করেছিলেন। ২০১৯ সালে ইউটিউবে মুক্তিপ্রাপ্ত শর্ট ফিল্ম ‘শেম’এ একসঙ্গে অভিনয় করেছিলেন দুজনে। তাঁরা ছাড়াও ছবিটিতে দেখা গিয়েছিল সীমা পাহওয়া, সায়নী গুপ্তা এবং সাইরাস সাহুকারকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর