JNU ক্যাম্পাসে আমার বাবা মা আছে, কাঁদতে কাঁদতে ইন্সটা ভিডিও করলেন স্বরা ভাস্কর

বাংলাহান্ট ডেস্ক: দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ক্যাম্পাসে বাবা-মা থাকেন। তাঁদের সুরক্ষার জন্য ভীত হয়ে সোশ্যাল মিডিয়ায় সাহায্য প্রার্থনা করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। রবিবার সন্ধ্যাবেলায় হিংসাত্মক ঘটনার সাক্ষী হয় জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এই ঘটনা নিয়ে জেএনইউয়ের স্টুডেন্টস ইউনিয়নের (JNUSU) সদস্য ও এবিভিপি কর্মীদের মধ্যে একে অপরকে দোষারোপের পালা শুরু হয়। এরই মাঝে বাবা-মায়ের জন্য শঙ্কিত হয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করেন স্বরা।

114f95cadab28e77e8bd45acb83d8f44

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিওর মাধ্যমে সাহায্য প্রার্থনা করেন তিনি। অভিনেত্রী জানান, জেএনইউয়ের ক্যাম্পাসে থাকেন তাঁর বাবা-মা। তাই বিষয়টা তাঁর জন্য ব্যক্তিগত পর্যায়ে চলে গিয়েছে। দিল্লিবাসীদের বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে জমায়েত হওয়ার জন্যও ডাক দেন তিনি। ভিডিও করতে করতে বাবা মায়ের কথা ভেবে আবেগতাড়িতও হয়ে পড়েন স্বরা।

https://www.instagram.com/tv/B68YyEKpKnW/?utm_source=ig_web_copy_link

জেএনইউ বিশ্ববিদ্যালয় চত্বরের অবস্থা বর্ণনা করে টুইটও করেন অভিনেত্রী। সঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর থেকে প্রাপ্ত ভিডিও শেয়ার করেন নিজের টুইটের সঙ্গে। দিল্লি পুলিসের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলতে দেখা যায় স্বরাকে। জনপ্রিয় কমেডিয়ান মল্লিকা দুয়াও স্বরার ইনস্টাগ্রাম ভিডিওটি শেয়ার করেন।

প্রসঙ্গত, এর আগে বহুবার বিভিন্ন বিষয়ে মুখ খুলতে দেখা গিয়েছে স্বরা ভাস্করকে। এমনকি সম্প্রতি দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার ঘটনার প্রতিবাদেও সরব হন তিনি। ফারহান আখতার, হুমা কুরেশিদের সঙ্গে পায়ে পা মিলিয়ে প্রতিবাদ মিছিলেও সামিল হন স্বরা। সেই প্রসঙ্গে নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছিলেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর