বৌমা দেখেই শাশুড়ির মুখ বেজার! স্বরার ভিন ধর্মে বিয়ে নিয়ে থামছে না ট্রোল

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে বিয়ের মরশুম। কেউ রাজকীয় ধাঁচে ডেস্টিনেশন ওয়েডিং করছে, কেউ আবার বলা নেই কওয়া নেই, দুম করে বিয়ে সেরে ফেলার ঘোষণা করে দিচ্ছেন। দ্বিতীয় তালিকায় রয়েছেন স্বরা ভাস্কর (Swara Bhaskar)। বৃহস্পতিবার হঠাৎ করেই অভিনেত্রীর বিয়ের খবর এসে পৌঁছায় আর সঙ্গে সঙ্গেই ভাইরাল।

সমাজবাদী পার্টি নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন স্বরা। স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের আওতায় রেজিস্ট্রি সেরেছেন দুজনে। সামাজিক ভাবে বিয়ের অনুষ্ঠান করা এখনো বাকি। কিন্তু তার আগেই স্বরা এবং তাঁর এই বিয়ে নিয়ে চর্চা এবং ট্রোলিং দুটোই অব্যাহত।

swara 2

শুক্রবার বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন স্বরা। এদিন টুকটুকে লাল শাড়ি আর অফ হোয়াইট রঙের ব্লাউজে সেজেছিলেন তিনি। সঙ্গে পরেছিলেন হালকা গয়না। ফাহাদের পরনে ছিল সাদা কুর্তা পাজামা এবং স্বরার সঙ্গে টুইনিং করে লাল জহর কোট।

নিজের বাবা মা এবং ফাহাদের বাবা মাকে সঙ্গে নিয়ে একটি ফ্যামিলি ফটো শেয়ার করেছেন স্বরা। সেই ছবি নিয়েই ফের একপ্রস্থ ট্রোলিং শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ ছবিতে সকলকেই হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা গেলেও ফাহাদের মুখের কাঁদোকাঁদো অভিব্যক্তি নজর এড়ায়নি কারোরই।

ছেলের পাশে দাঁড়িয়েও মুখে হাসি নেই ফাহাদের মায়ের। বিষয়টা লক্ষ্য করে একজন লিখেছেন, ‘শাশুড়িকে দেখে খুশি হয়েছেন বলে মনে হচ্ছে না’। কেউ আবার লিখেছেন, ‘বৌমাকে দেখে খুশি হতে পারছেন না ফাহাদের মা। ওঁকে অবশ্য দোষও দেওয়া যায় না!’ কয়েকজন আরো এক ধাপ এগিয়ে লিখেছেন, পণ হিসাবে ফ্রিজ চাইতে পারেন ফাহাদ। আবার কেউ পরামর্শ দিয়েছেন পাকিস্তানে চলে যেতে।

স্বরার কাছে অবশ্য ট্রোল, সমালোচনা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। বিয়ে নিয়ে কোনো রকম নেতিবাচক মন্তব্যেরই জবাব তিনি দেননি। অভিনেত্রীর রেজিস্ট্রি ম্যারেজে এসেছিলেন প্রিয় বান্ধবী সোনম কাপুরও। আগামী মাসেই দিল্লিতে সামাজিক বিয়েটাও স্বরা সেরে ফেলবেন বলে খবর।

Niranjana Nag

সম্পর্কিত খবর