টিকার দুটি ডোজ নিয়েও করোনা আক্রান্ত স্বরা, খবর ছড়াতেই অভিনেত্রীর মৃত‍্যু কামনা নেটিজেনদের একাংশের!

বাংলাহান্ট ডেস্ক: করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী স্বরা ভাস্কর (swara bhaskar)। সপরিবারে অতিমারির ভাইরাসের শিকার হয়েছেন তিনি। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসতেই পরিবারের বাকি সদস‍্যদের সঙ্গে কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন তিনি। সোশ‍্যাল মিডিয়াতে এই খবর শেয়ার করেছেন স্বরা।

তিনি লিখেছেন, ‘আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ৫ জানুয়ারি ২০২২ আমার উপসর্গ ধরা পড়ে। আর টি পিসিআর পরীক্ষার ফলাফলও পজিটিভই এসেছে। ৫ জানুয়ারি সন্ধ‍্যা থেকে আমি ও আমার পরিবার আইসোলেশনে রয়েছি। সমস্ত জরুরি বিধি মানছি আমি। করোনা হওয়ার এক সপ্তাহ আগে আমি যাদের সঙ্গে দেখা করেছি তাদের সকলকে আমি খবর দিয়েছি। এছাড়াও যদি কেউ আমার সংস্পর্শে এসে থাকেন দয়া করে নিজেদের পরীক্ষা করিয়ে নেবেন। দুটো মাস্ক পরুন ও সবাই সুস্থ থাকুন।’

451682 swara bhaskar1 1 5607919 835x547 m
স্বরা আরো জানিয়েছেন, তাঁর জ্বর ছিল, প্রচণ্ড মাথা ব‍্যথাও ছিল। এছাড়া জিভে স্বাদ হারিয়ে গিয়েছিল  বলে জানিয়েছেন অভিনেত্রী। করোনা টিকার দুটি ডোজই নিয়ে নিয়েছেন স্বরা, তাই তাঁর আশা দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি। এছাড়াও পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বরা। এদিকে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই কুৎসিত ট্রোল শুরু হয়েছে। এমনকি কয়েকজন স্বরার মৃত‍্যু কামনা পর্যন্ত করেছেন!

IMG 20220107 202826

বলিউড তারকাদের মধ‍্যে অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। তালিকায় রয়েছে অর্জুন কাপুর, তাঁর বোন অংশুলা কাপুর, রিয়া কাপুর এবং তাঁর স্বামী করন বুলানিও করোনা আক্রান্ত হয়েছেন। তবে রিপোর্ট নেগেটিভ এসেছে অর্জুনের প্রেমিকা মালাইকার। করোনা পজিটিভ জন আব্রাহাম, ম্রুনাল ঠাকুর, একতা কাপুর, সপরিবারে নকুল মেহতা, নোরা ফতেহি, সস্ত্রীক প্রেম চোপড়া, রণবীর শোরে ও মহেশ বাবু।

https://www.instagram.com/p/CYZqgFRLcDy/?utm_medium=copy_link

 

শুরুটা হয়েছিল করিনা কাপুর খান, অমৃতা অরোরা, সীমা খান, মাহিপ কাপুররা। শোনা যায়, করন জোহরের পার্টিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন তাঁরা। যদিও বিষয়টা অস্বীকার করেন পরিচালক প্রযোজক। যদিও তাঁরা ক্রিসমাসের আগেই করোনা সারিয়ে উঠেছেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর