‘আর এমন করব না”, স্বরার উপর রেগে খাপ্পা স্বামী ফাহাদ! ফটোশুটের জন্য ক্ষমা চাইলেন অভিনেত্রী

বাংলা হান্ট ডেস্কঃ বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker) সোশ্যাল মিডিয়ায় (Social Media) বেশ সক্রিয়। অভিনেত্রী তার ভক্তদের নানান বিষয়ে আপডেট দিয়ে থাকেন। আজকাল স্বরা ভাস্কর তার গর্ভাবস্থা উপভোগ করছেন। সম্প্রতি, অভিনেত্রী তার ইনস্টাগ্রামে তার মাতৃত্বের ফটোশুটের ছবি শেয়ার করেছেন, যা নিয়ে তাঁর ভক্তরাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একই সময়ে, এখন অভিনেত্রী তার মাতৃত্বের ফটোশুটের একটি BTS ভিডিও শেয়ার করেছেন এবং তার স্বামীকে স্মরণ করে একটি আবেগপূর্ণ নোটও লিখেছেন।

স্বরা ভাস্কর তার ইনস্টাগ্রামে মাতৃত্বের ফটোশুটের একটি BTS ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে অভিনেত্রী ও তার স্বামীকে পোজ দিতে দেখা যায়। এছাড়াও, ভিডিওটিতে দুজনকেই খুব সুন্দর দেখাচ্ছে। ভিডিওতে দেখা যায় স্বরা একটি সাদা রঙের লং গাউন পরে আছেন। তার স্বামীর পরনে নীল শার্ট ও প্যান্ট।

এর সাথে, ভিডিওটি শেয়ার করার সময়, স্বরা ভাস্কর ক্যাপশনে লিখেছেন – ‘তোমাকে মিস করছি @fahadzirarahmad, তাড়াতাড়ি আসো, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কোনও শুটিংয়ের জন্য তোমাকে পোজ দিতে বলব না।” বলে দিই যে, বর্তমানে অভিনেত্রী স্বরা ভাস্কর তার বাবা-মায়ের বাড়িতে দিল্লিতে রয়েছেন। অভিনেত্রী তার মাতৃত্বের শুটিংও সেখানে সম্পন্ন করেছেন। আজকাল অভিনেত্রীর স্বামী তার সাথে নেই এবং তাই তিনি তাকে মিস করছেন। অভিনেত্রীর শেয়ার করা ভিডিও থেকেই তা অনুমান করা যায়।

 

View this post on Instagram

 

A post shared by Swara Bhasker (@reallyswara)

উল্লেখ্য, স্বরা ভাস্কর সোশ্যাল মিডিয়ায় তার গর্ভাবস্থার কথা ঘোষণা করেছিলেন। একই সঙ্গে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টি নেতা ফাহাদ আহমেদের সঙ্গে কোর্ট ম্যারেজ করেন এই অভিনেত্রী। একই সঙ্গে মার্চে ধুমধাম করে বিয়েও করেন দুজনেই।

Koushik Dutta

সম্পর্কিত খবর