প্রথম আলাপ পুজোতেই, এ বছর শাড়িতে সেজে শোভনের হাত ধরে ঘুরবেন স্বস্তিকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টেলিপাড়ার জনপ্রিয় জুটি স্বস্তিকা দত্ত (swastika dutta) ও শোভন গাঙ্গুলী (shovan ganguly)। দুষ্টু মিষ্টি প্রেম কাহিনি দিয়ে সকলের মন জয় করে নেয় দুজনে। সোশ‍্যাল মিডিয়ার দৌলতে তাঁদের প্রেমের কথা জানতে আর বাকি নেই কারোর। সোশ‍্যাল মিডিয়ায় দুজনের খুনসুটি দারুন উপভোগ করেন নেটিজেনরা।

পুজো তো প্রায় দোরগোড়াতেই। রকমারি সাজ পোশাক নিয়েই আপাতত ব‍্যস্ত রয়েছেন স্বস্তিকা। নিজের পুজোর সাজের হদিশ অনুরাগীদেরও দিয়েছেন তিনি। এ বছরে বেশ কিছু এক রঙা পোশাকে সাজতে চলেছেন তিনি। বিশেষত লাল।পাড় সাদা শাড়ি ছাড়া পুজোর কথা ভাবতেই পারেন না তিনি। গত বছরের মতো এবারেও করোনা আবহেই পুজো। তাই সমস্ত বিধি নিষেধ মেনেই আনন্দ করতে হবে পুজোয়।


স্বস্তিকা জানালেন, আগে থেকে পরিকল্পনা করে কিছুই করছেন না তিনি। তাঁর মতে, যেমন পরিস্থিতি হয়েছে যেদিনেরটা সেদিনই পরিকল্পনা করতে হবে। তবে বছরের এই একটা সময়েই সকলে একটু ছুটি পান কাজ থেকে। তাই সকলকে নিয়েই পুজো কাটাবেন স্বস্তিকা। একসঙ্গে ঘোরা, আড্ডা, মজা হবে সবই। তবে সুরক্ষা বিধি মেনে।

প্রেমিক শোভনের সঙ্গে কোনো বিশেষ পরিকল্পনা নেই? অভিনেত্রী ফাঁস করলেন, পুজোর সময়েই নাকি শোভনের সঙ্গে প্রথম আলাপ হয় তাঁর। তাই এই সময়টা দুজনের কাছেই খুব স্পেশ‍্যাল। গায়ক নাকি লিনেন শাড়িতে তাঁকে দেখতে ভালবাসেন। তাই এবারে শাড়ি পরেই সাজুগুজু করে শোভনের সঙ্গে ঘুরতে বেরোবেন স্বস্তিকা।

https://www.instagram.com/p/CUPchhtJVy0/?utm_medium=copy_link

অনেকদিন আগেই প্রকাশ‍্যে প্রেমটাকে স্বীকৃতি দিয়েছেন শোভন স্বস্তিকা। জল্পনা অবশ‍্য তার আগে থেকেই চলছিল। দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যেত সোশ‍্যাল মিডিয়ায়। কমেন্টেও তাঁদের প্রেমের আভাস পাচ্ছিলেন নেটিজেনরা। পরে সোশ‍্যাল মিডিয়াতেই ছবি শেয়ার করে সম্পর্কটাকে মান‍্যতা দেন শোভন স্বস্তিকা।

সম্পর্কিত খবর

X