‘সুন্দরী হওয়াই আমার কাল হল…’, জন্মদিনে হঠাৎ এমন কেন বললেন স্বস্তিকা ?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আরোও একটা বসন্ত পার করে ফেললেন টলিপাড়ার অন্যতম সেরা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আজ অর্থাৎ ১৩ ডিসেম্বর তার জন্মদিন। শুধুমাত্র অভিনয় নয়,সৌন্দর্যেও তিনি টলিউডের অন্যতম সেরা নায়িকা। সৌন্দর্য ও বুদ্ধিমত্তার মিশেল এই অভিনেতা নানা কারণে বারবার জড়িয়েছেন বিতর্কে।

হ্যাপি বার্থডেতেও ফের একবার বোমা ফাটালেন স্বস্তিকা। মুখ খুললেন তার অসামান্য সৌন্দর্য নিয়ে। আর এই দুর্দান্ত রূপের জন্যেও যে টলিপাড়ায় কখনও কখনও তার কাছ হাতছাড়া হয়ে গিয়েছে সেকথাও একবাক্যে স্বীকার করে নিলেন এই টলিসুন্দরী। সেই কথা আজও ভুলতে পারেননি নায়িকা।

  আরোও : মাধ্যমিক পাশেই ISRO-তে চাকরি, মিলবে ৩০ হাজারের উপরে বেতন! জানুন আবেদন পদ্ধতি

নারীদের মুখ্য চরিত্রে অভিনয় নিয়ে অভিনেত্রী বলেন, তাঁকে যে সবসময় গ্ল্যামারাস, সুন্দরী দেখতে লেগেছে সব চরিত্রে তা নয়, তবে তিনি চরিত্রটার দিকেই বেশি করে গুরুত্ব দিয়েছেন। যদি ওই চরিত্রটায় একটু দুঃখীও ডিম্যান্ড করে এবং তাতে যদি তাঁকে প্যাথেটিকও দেখায়, সেক্ষেত্রেও তিনি রাজি হয়েছেন। এটা তিনি সবসময়ই চেষ্টা করেন মেইনটেইন করতে।

আরোও পড়ুন: বদলে গেল নিয়ম, এবার এক পরিবারের এতজনই পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা! ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

ভীষণ সুন্দরী হওয়ার জন্য তাকে যে কাজে নেওয়া হয়নি তারই একটা উদাহরণ তুলে ধরেছেন তিনি। জানা গিয়েছে, ২০১৭ সালে নবারুণ ভট্টাচার্যের একটি উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হওয়া সিনেমায়  তাকে অটো ড্রাইভারের বউয়ের চরিত্রে অভিনয় করতে হত। তিনি সেই রূপে নিজেকে ফুটিয়ে তুলতে রাজি হলেও পরিচালক বলেন, অটোওয়ালার স্ত্রী এমন সুন্দর হতে পারে না।

এইভাবেই অনেক ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ হারিয়েছেন। তবে তারপরেও তাঁর অভিনীত কম বেশি সব ছবিই দর্শকের মন কেড়েছে বারবার। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি কাঁপিয়ে চলেছেন ইন্ডাস্ট্রি। হিন্দি বাংলা দুই ইন্ডাস্ট্রিতেই জমিয়ে অভিনয় করেছেন তিনি। তবুও অপরূপ রূপের জন্য কিছু চরিত্রে অভিনয়ের সুযোগ না পেয়ে আজও আক্ষেপ হয়!

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X