মেয়ের জন্মদিনে ‘টুম্পা’ গানে চুটিয়ে কোমর দোলালেন স্বস্তিকা, ‘উমা বৌদি’র হট মুভসে ঘাম ছুটল ঠাকুরপোদের

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের (tollywood) অন‍্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (swastika mukherjee)। ‘কুল’ স্বভাবের জন‍্য বিশেষ ভাবে পরিচিত তিনি। বহু বার বিভিন্ন বিষয়ে বিতর্কে জড়িয়েছে স্বস্তিকার নাম। হেয়ারস্টাইল থেকে শুরু করে বিষ্ফোরক মন্তব‍্য, সোশ‍্যাল মিডিয়ায় বারে বারে ট্রোল হয়েছেন তিনি। কিন্তু প্রতিবারই সপাটে জবাব দিয়ে দুরন্ত কামব‍্যাক করেছেন স্বস্তিকা।

তবে অসাধারন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন মা ও তিনি। সম্প্রতি মেয়ে অন্বেষা পা দিল ২১ বছরে। সেই উপলক্ষে ছোটখাট পার্টির আয়োজন করেছিলেন স্বস্তিকা। বাড়ির ছাদে ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সঙ্গে চুটিয়ে পার্টি উপভোগ করতে দেখা গেল অভিনেত্রীকে।

IMG 20210128 181727
সেখান থেকেই একের পর এক ছবি, ভিডিও (video) শেয়ার করে চলেছেন স্বস্তিকা। পার্টির আয়োজন করার থেকে উন্মত্ত ‘পার্টি নাইট’ সবেরই ছবি শেয়ার করেন তিনি। কয়েকটি ভিডিও শেয়ার করেছেন স্বস্তিকা। সেখানে গানের (song) তালে তুমুল নাচতে (dance) দেখা গেল তাঁকে।

https://www.instagram.com/tv/CKildRsH1L1/?igshid=71oxwvpg3z84

https://www.instagram.com/p/CKhS3JoBDFw/?igshid=mq3a2fm92yx6

জনপ্রিয় ভাইরাল গান ‘টুম্পা’র (tumpa) তালে চুটিয়ে নাচতে দেখা গেল স্বস্তিকাকে। শাড়ির ঘোমটা মাথায় দিয়ে চটুল গানের তালে চুটিয়ে কোমর দোলালেন স্বস্তিকা। তাঁর সঙ্গে যোগ দিলেন অভিনেত্রীর বন্ধু বান্ধবরাও। আর মায়ের নাচের ভিডিও ক‍্যামেরাবন্দি করলেন মেয়ে অন্বেষা।

https://www.instagram.com/p/CKg3HtchdLa/?igshid=1d86kx5m5h5sl

এর আগে হিন্দি গান ‘টিপ টিপ বরষা পানি’র তালে নেচেছিলেন স্বস্তিকা। সেই ভিডিওটিও নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন তিনি। সোশ‍্যাল মিডিয়া আপাতত কাঁপাচ্ছে স্বস্তিকার এই দুটি নাচের ভিডিও।

https://www.instagram.com/p/CKghsNAhBBk/?igshid=10w027wewthco

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে স্বস্তিকা মুখার্জি অভিনীত ‘চরিত্রহীন ৩’। ওয়েব সিরিজটিতে রয়েছেন অভিনেতা সৌরভ দাসও। OTT প্ল‍্যাটফর্ম হইচই তে মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজের তৃতীয় সিজন। স্বস্তিকার সঙ্গে সৌরভ দাসের ঘনিষ্ঠ দৃশ‍্যের পোস্টার প্রকাশ‍্যে আসতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছিল।

https://www.instagram.com/p/CKa-evJB66j/?igshid=4sdn5ztxygeg

তখন থেকেই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই সিরিজের তৃতীয় সিজনের। তবে এই সিরিজ নিয়ে ফের অশ্লীল ট্রোলের সম্মুখীনও হতে হয়েছে স্বস্তিকাকে। তার সপাটে জবাবও দিয়েছেন তিনি। স্বস্তিকার সাফ বক্তব‍্য, পয়সা দিয়ে দেখতে হয় সিরিজ। ভাল না লাগলে দেখবেন না। টাকাও নষ্ট হবে না।

Niranjana Nag

সম্পর্কিত খবর