বাংলাহান্ট ডেস্ক: ‘ভগবান বিনামূল্যে অক্সিজেন দিয়েছে আর বাইরে অক্সিজেন সিলিন্ডার খুঁজছে’, দেশে অক্সিজেন সঙ্কট নিয়ে এমনি বিষ্ফোরক মন্তব্য করলেন রামদেব বাবা (ramdev baba)। ঠিক করে শ্বাস নিতেই না জানলে অক্সিজেন সঙ্কট তো বলবেই, রামদেবের এমন বক্তব্য শুনে ক্ষুব্ধ অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (swastika mukherjee)। বিতর্কিত মন্তব্য করে বাবা রামদেব মানুষকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় রামদেব বাবার একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘ভগবান বিনামূল্যে অক্সিজেন দিয়েছেন। চতুর্দিকে অক্সিজেন ভর্তি। আর এরা বাইরে অক্সিজেন সিলিন্ডার খুঁজছে। শ্বাস নিতেই পারে না আর এদিকে বলছে অক্সিজেন সঙ্কট’।
তিনি আরো বলেন, অক্সিজেন লেভেল কমে যাওয়া বহু মানুষকেই তিনি প্রাণে বাঁচিয়েছেন। অনুলোম বিলোম, কপালভাতি এসব প্রক্রিয়াতেই অক্সিজেন লেভেল ঠিক করা সম্ভব। যার অক্সিজেন নিতে সমস্যা হবে সে যেন তাঁকে বলে, এমনটাও বলতে শোনা গিয়েছে রামদেবকে।
शर्मनाक!pic.twitter.com/V71GmOs6ef
— Ranvijay Singh (@ranvijaylive) May 7, 2021
রামদেব বাবার এই বক্তব্যেই ক্ষেপেছেন স্বস্তিকা। তাঁর প্রশ্ন, মানুষকে ভুল কেন বোঝাচ্ছেন উনি? কেন এটাকে অন্যায় হিসাবে দেখা হচ্ছে না? এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন?
প্রসঙ্গত, শেষবার মোহমায়া ওয়েব সিরিজে দেখা গিয়েছে স্বস্তিকাকে। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় সিরিজে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জি, অনন্যা চ্যাটার্জি ও বিপুল পাত্র। স্বস্তিকার চরিত্রের নাম অরুণা। তাঁর বাড়িতে পেয়িং গেস্ট হিসাবে থাকতে আসে বিপুল ওরফে। ঋষির মা মায়া (অনন্যা চ্যাটার্জি) আগেই মারা গিয়েছেন।
অরুণারও দুই ছেলে বিদেশে থাকে। এমন অবস্থায় ঋষি শীঘ্রই অরুণার খুব কাছাকাছি এসে যায়। ঋষির প্রতিও স্নেহে অন্ধ হয়ে যান অরুণা। ঋষির কাছে বাস্তব ও কল্পনা মিশে শেষ পর্যন্ত কি হবে তা নিয়েই এই সিরিজ। পাঁচটি এপিসোড রয়েছে এই ওয়েব সিরিজে।