উপচে পড়ছে যৌবন, শীতের আমেজে নতুন উষ্ণতা ছড়াচ্ছে স্বস্তিকার holiday vibes, তুমুল ভাইরাল ছবি

বাংলাহান্ট ডেস্ক: স্বস্তিকা মুখার্জিকে (swastika mukherjee) টলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ বললে খুব একটা ভুল সম্ভবত বলা হয় না। ‘ঠোঁটকাটা’ বলে বেশ দুর্নামই রয়েছে তাঁর। তাঁকে নিয়ে যতই বিতর্ক হোক না কেন নিজের মনমর্জি মতো চলতেই পছন্দ করেন স্বস্তিকা। তাতে ট্রোল, সমালোচনা হোক। সেসবে বিশেষ পাত্তা দেন না স্বস্তিকা।

স্বস্তিকা মানেই স্পষ্ট কথা বলা, স্বাধীনচেতা জীবন। নিজের পোশাক হোক বা চুল বা বোল্ড অভিনয়, পাঁচজনে কি বলল না বলল তাতে পরোয়া করেন না অভিনেত্রী। সম্প্রতি কয়েকটি নতুন ছবি নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেছেন স্বস্তিকা।

799618 swastika mukherjee 5
বিকিনির উপর স্বচ্ছ পোশাকে ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি। তবে ‘চেরি অন দ‍্য টপ’ স্বস্তিকার শর্ট হেয়ার ও কাধ ছোঁয়া লম্বা ‘মুন ইয়াররিং’। ভ‍্যাকেশনে গিয়ে এই ছবিগুলি শেয়ার করেছেন তিনি। থাইল‍্যান্ডের ক্র‍্যাবি দ্বীপে ঘুরতে গিয়েছেন তিনি।

অভিনেত্রীর কমেন্ট বক্স উপচে পড়েছে রূপের প্রশংসায়। অনেকেই জানিয়েছেন তাঁর কানের দুল জোড়া খুব সুন্দর। তবে স্বস্তিকা লিখেছেন তাঁকে কে উপহার দিয়েছিল এই কানের দুল তা ভুলে গিয়েছেন তিনি। সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল স্বস্তিকার এই ছবি।

https://www.instagram.com/p/CJS6_uZh7FZ/?igshid=2m7fc3q6dj4q

প্রসঙ্গত, সবে সবে মুক্তি পেয়েছে স্বস্তিকা মুখার্জি অভিনীত ‘চরিত্রহীন সিজন ৩’। OTT প্ল‍্যাটফর্ম হইচই তে মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজের তৃতীয় সিজন। স্বস্তিকার সঙ্গে সৌরভ দাসের ঘনিষ্ঠ দৃশ‍্যের পোস্টার প্রকাশ‍্যে আসতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছিল।

https://www.instagram.com/p/CJJRDmXBsCP/?igshid=dhxcgxl52qyb

তখন থেকেই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই সিরিজের তৃতীয় সিজনের। তবে এই সিরিজ নিয়ে ফের অশ্লীল ট্রোলের সম্মুখীনও হতে হয়েছে স্বস্তিকাকে। তার সপাটে জবাবও দিয়েছেন তিনি। স্বস্তিকার সাফ বক্তব‍্য, পয়সা দিয়ে দেখতে হয় সিরিজ। ভাল না লাগলে দেখবেন না। টাকাও নষ্ট হবে না।

Niranjana Nag

সম্পর্কিত খবর