শুধু ইউনিফর্ম নয়, অন্তর্বাসের রঙও ঠিক করে দেয় জাপানের স্কুল,না মানলে বাধ্য করা হয় খুলে ফেলতে

সারা বিশ্বের বেশিরভাগ স্কুলেই (school) একটি নির্দিষ্ট ইউনিফর্ম রয়েছে। সংশ্লিষ্ট স্কুলের প্রতিটি ছাত্র ছাত্রীকে সেই নিয়ম মানতেই হয়। ইউনিফর্মের পাশাপাশি ব্যাগ, চুলের ছাঁট থেকে প্রসাধন ব্যাবহার কড়াকড়ি রয়েছে অনেক ক্ষেত্রেই। তবে আরো এক কদম এগিয়ে ছাত্র ছাত্রীরা কী রঙের অন্তর্বাস পড়বে তাও ঠিক করে দিচ্ছে জাপানের (japan) স্কুল গুলি।

kek 6594976 835x547 m

জাপানের ফুকুওয়াকা শহরের বার অ্যাসোসিয়েশনের করা একটি সমীক্ষায় মিলেছে এই চাঞ্চল্যকর তথ্য। রিপোর্ট অনুসারে,এই শহরটির বেশিরভাগ মিউনিসিপ্যাল হাই স্কুলের পড়ুয়াদের পরিধান করতে হয় স্কুলের নির্ধারিত রঙের অন্তর্বাস। একই সাথে ইউনিফর্ম ও ব্যাগ নিয়েও বেশ খুঁতখুঁতে এই স্কুলগুলি। ছাত্রছাত্রীদেত জুতোর নির্দিষ্ট ব্র‍্যান্ডও ঠিক করে দেওয়া হয় স্কুলের তরফেই।

জাপান টুডে নামের এক পত্রিকা সূত্রে জানা যাচ্ছে, অন্যান্য অনেক স্কুলের মতোই এই শহরের স্কুল গুলিও ঠিক করে দেয় ছাত্রছাত্রীদের চুলের দৈর্ঘ্য, স্টাইল সহ অনেক কিছুই। রয়েছে ক্লাস চলাকালীন জল পান করারও নির্দিষ্ট নিয়ম। তবে এই স্কুলগুলোতে যেটি সব নিয়মের চেয়ে অদ্ভুত তা হল অন্তর্বাসের রঙ ঠিক করে দেওয়া। যা বিশ্বের অন্য কোনো অঞ্চলে সম্ভবত দেখা যায় না।

পাশাপাশি এই স্কুল গুলির নিয়ম অনুযায়ী স্কুল থেকে ফেরার পথে শপিং করতে পারবে না পড়ুয়ারা। ভুরুতেও কোনো রকম আদব কায়দা করা নিষিদ্ধ৷ জানা যাচ্ছে এই নিয়ম না মানলে কড়া শাস্তির মুখে পড়তে হয় পড়ুয়াদের৷ প্রশাধন সহ অন্যান্য জিনিস করলে যেমন তা ধুয়ে ফেলতে হয়৷ তেমনই স্কুলের নির্ধারিত রঙের অন্তর্বাস না পরলে খুলে ফেলতে হয় সেটি। যা মানবাধিকার ভঙ্গের সামিল।

 

সম্পর্কিত খবর