ছোট পোশাক পরবো না, চুমু খাব না! অভিনয় নিয়ে একগুচ্ছ শর্ত ‘শ্যামলী’ অভিনেত্রী শ্বেতার

বাংলা হান্ট ডেস্কঃ টেলিভিশন থেকে কেরিয়ার শুরু করে টলিউডে পা রেখেছেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। ‘সিঁদুরখেলা, ‘জড়োয়ার ঝুমকো’, ‘যমুনা ঢাকি’, ‘সোহাগ জল’ সহ একগুচ্ছ জনপ্রিয় বাংলা ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’তে (Kon Gopone Mon Bheseche) শ্যামলীর ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তবে অনেকেই জানে না, একের পর এক জনপ্রিয় মেগায় অভিনয় করলেও শ্বেতার কিন্তু কাজ নিয়ে বেশ কিছু শর্তও রয়েছে।

অভিনয় নিয়ে কী কী শর্ত আছে শ্বেতার (Sweta Bhattacharya)?

২০২২ সালে ‘প্রজাপতি’ ছবির হাত ধরে সিনেদুনিয়ায় পা রেখেছিলেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। দেব, মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্করের মতো নামী তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন শ্বেতা। সেই সময়ই এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত থেকে শুরু করে কর্মজীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছিলেন তিনি।

   

সেখানে শ্বেতা বলেছিলেন, কাজ হল তাঁর ভালো থাকার ওষুধ। কাজের মধ্যে থাকলে ভালো থাকেন তিনি। কিন্তু তাই বলে কাজের জন্য এতটাও মরিয়া হয়ে যাননি, যে যা বলবে সেটাই শুনবেন। অভিনেত্রী বলেন, তিনি এমন কোনও সিদ্ধান্ত নেননি, যার জন্য পরবর্তীকালে তাঁর অনুশোচনা হতে পারে। পোশাক নিয়েও তিনি বেশ সচেতন থাকেন বলে জানিয়েছিলেন শ্বেতা।

আরও পড়ুনঃ মিশকা অতীত, দীপার জীবনে এবার ঝড় তুলবে টিশকা! TRP তুলতে বিরাট টুইস্ট ‘অনুরাগের ছোঁয়া’য়

‘প্রজাপতি’ নায়িকার কথায়, ‘সিনেমা বা শ্যুটিংয়ের জন্য হলেও আমি খোলামেলা পোশাক পরি না। হাতকাটা জামা পরি না। আগে থেকেই আমি এগুলো বলে দিই। কাজের প্রয়োজনে ক্যামেরার সামনে আমি চুমু খেতে পারব না’।

Sweta Bhattacharya

ওই একই সাক্ষাৎকারে নিজের ছেলেবেলার সংগ্রাম নিয়েও মুখ খুলেছিলেন শ্বেতা (Sweta Bhattacharya)। অভিনেত্রী বলেছিলেন, ভীষণ কষ্টে তাঁর ছোটবেলা কেটেছে। নুনভাত খেয়েও দিন কাটিয়েছে তাঁর পরিবার। তবে এখন পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরেছে। মা-বাবাকে ভালো রাখাটাই একমাত্র লক্ষ্য ‘কোন গোপনে মন ভেসেছে’ অভিনেত্রীর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর