‘বিয়েতে যেন কেউ…’, কার্ডেই সতর্কবার্তা! আমন্ত্রিত অতিথিদের জন্য “এই” শর্ত রাখলেন শ্বেতা

বাংলাহান্ট ডেস্ক : হাতে আর দু সপ্তাহও বাকি নেই। চলতি মাসেই ১৯ তারিখেই সাত পাকে বাঁধা পড়ছেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং রুবেল দাস। পর্দার জনপ্রিয় জুটি তাঁরা। অনস্ক্রিনে বিয়ে সেরেছেন একাধিক বার। এবার বাস্তবে সাত পাক ঘোরার পালা। বছরের শুরুতেই সেই কাজটাও সেরে ফেলছেন তাঁরা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে জুটির বিয়ের কার্ডের ছবি। এবার বিয়ে নিয়েও কিছু তথ্য ফাঁস করলেন শ্বেতা (Sweta Bhattacharya)।

বিয়ে নিয়ে কিছু কথা ফাঁস করেন শ্বেতা (Sweta Bhattacharya)

সম্প্রতি ইভেন্ট ম্যানেজারদের হাতে বিয়ের কার্ড তুলে দিয়ে মজার ছলে বিয়ে নিয়ে কিছু কথা ফাঁস করেছেন শ্বেতা (Sweta Bhattacharya)। যেমনটা জানা যাচ্ছে, টুইস্টার ইভেন্টের কাছে শ্বেতা রুবেলের বিয়ের দায়িত্ব। তাঁরা রয়েছেন লাইটিং, ডেকোরেশন আবার ক্যাটারিং এর দায়িত্বেও। সম্প্রতি ইভেন্ট ম্যানেজারের হাতে কার্ড তুলে দিয়ে মজা করে শ্বেতা (Sweta Bhattacharya) বলেন, তাঁরা না এলে বিয়েতে কেউ খেতেই পাবে না। ফুলের সাজ থাকবে না, মন্ত্র শোনা যাবে না। সবাই উপোস করে থাকবে।

Sweta bhattacharya gave this condition to her wedding guest

কী লেখা থাকছে কার্ডে: অভিনেত্রী মজা করে বলেন, ‘এটাই ইউনিক স্টাইল, উপোস বিয়ে। যেমন লেখা আছে, সবাই উপহার না নিয়ে আসবেন, তেমন না খেয়ে যাবেন’। হ্যাঁ, নিজেদের বিয়েতে অতিথিদের উপহার না নিয়ে আসার আবেদন জানিয়েছেন শ্বেতা (Sweta Bhattacharya) রুবেল। শুধুই আমন্ত্রিতদের শুভ কামনা চান তাঁরা, উপহার নয়। তাই কার্ডেই জানিয়ে দিয়েছেন সে কথা।

আরো পড়ুন : বছর শুরুতেই বিয়ের সানাই, চুপিসারে গাঁটছড়া বাঁধলেন ‘জগদ্ধাত্রী’ অভিনেত্রী! ভাইরাল কনের লুক

বৈদিক নিয়মে হবে বিয়ে: শুধু তাই নয়। শ্বেতা (Sweta Bhattacharya) রুবেল বিয়ে করবেন বৈদিক মতে। অর্থাৎ বিয়েতে কন্যাদান হবে না। মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক এই বিয়ে দেবেন। এর আগে অভিনেত্রী সন্দীপ্তা সেনের বিয়েও দিয়েছিলেন তিনি। বরাবর বৈদিক মতেই বিয়ের ইচ্ছা প্রকাশ করেছেন শ্বেতা (Sweta Bhattacharya)।

আরো পড়ুন : ক্রমশ শোচনীয় হচ্ছে পরিস্থিতি! হুড়মুড়িয়ে পড়ল বাংলাদেশের টাকার দাম, ভারতের সাথে বাড়ল ব্যবধান

তবে বিয়ে বৈদিক নিয়ম মেনে হলেও শ্বেতার পরনে কিন্তু থাকবে সাবেকি সাজ। সেক্ষেত্রে কোনো ব্যতিক্রমী ভাবনা তিনি রাখছেন না। আপাতত বিয়ের প্রস্তুতি পর্ব রয়েছে তুঙ্গে। পাশাপাশি মেগা সিরিয়ালের শুটিংও পাল্লা দিয়ে চালাচ্ছেন রুবেল শ্বেতা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর