প্রকৃতি ধ্বংসের মুখে, রাষ্ট্রনেতারা ঠকাচ্ছেন, জলবায়ু পরিবর্তন নিয়েই বিশ্ব নেতাদের আক্রমণ সুইডিশ কিশোরীর

বাংলা হান্ট ডেস্ক :  পৃথিবীতে লাগামছাড়া দূষণ বৃদ্ধি পাচ্ছে আর দূষণের সঙ্গে পাল্লা দিয়েই বিশ্ব উষ্ণায়ন বেড়ে যাচ্ছে৷ ভয়াবহ বিপদের মুখে পড়তে হচ্ছে গোটা বিশ্ববাসীকে তাই পৃথিবীকে এই ভয়াবহ বিপদের হাত থেকে বাঁচাতে বিশ্ব রাষ্ট্রনেতাদের কড়া ভাষায় আক্রমণ করলেন সুইডিশ কিশোরী৷ সোমবার নিউ ইয়র্কের অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের ক্লাইমেট সামিটে যোগ দিয়েছিলেন সুইডেনের কিশোরী তথা পরিবেশবাদী গ্রেটা থানবার্গ৷ রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে গিয়ে চোখে মুখে তীব্র রাগ নিয়ে রাষ্ট্র নায়কদের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি৷

প্রথমে হাও ডেয়ার ইউ? বলেই তাঁর বক্তব্য শুরু করেন৷ রাষ্ট্রনেতারা প্রজন্মের পর প্রজন্ম মানুষকে প্রতিশ্রুতি দিয়েও ঠকিয়ে আসছেন, এমন কি বিশ্বাসঘাতক কথা কাজ করছেন সকলের সঙ্গেই তাই প্রশাসনের উদ্দেশে বার্তা দিয়ে আমরা আপনাদের লক্ষ্য করছি এই বার্তা জানান গ্রেট৷ এখানেই থেমে থাকেনি বিশ্ব নেতাদের জন্য তাঁর শৈশব ভেঙে চুরমার হয়ে গেছে অনেক মানুষ মারা যাচ্ছে গোটা পৃথিবী রসাতলে যাচ্ছে অথচ বিশ্ব নেতারা আর্থিক বৃদ্ধির কথা বলছেন কী করে? তাঁদের সাহস কী করে হয়? এই প্রশ্ন তোলেন পাশাপাশি পৃথিবীকে বাঁচাতে আমাদেরই এগিয়ে আসতে হবে৷

একই সঙ্গে গ্রেটা আরও জানিয়েছেন বিশ্ব নেতাদের সঙ্গে তাঁর আলোচনার সময় যুব সমাজের কথা শোনা হবে এমনটা আশ্বাস দেওয়া হলেও আদৌ তা মেনে ছোড়েনি কেউ ই৷ আসলে যুবসমাজ পুরোটা বুঝতে পেরেছে তাই রাষ্ট্রনেতারা নির্বাক এমনটাও বলেন তিনি তবে এত কিছুর পর কাউকে রেয়াত দেওয়া হবে না জানান গ্রেটা৷ এই সুইডিশ কিশোরী আসলে একজন পরিবেশবাদী, পরিবেশের প্রতি তাঁর অগাধ ভালোবাসা৷

তাঁর অদম্য চেষ্টাতেই চলতি সেপ্টেম্বর মাসেই 400 টি শহরে জলবায়ু ধর্মঘট পালিত হয়েছে৷ বিশ্ব নেতাদের প্রতি গ্রেটার এই রাগ গোটা বিশ্বকে যেন জাগিয়ে তুলেছে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে গ্রেটার বক্তব্যের ভিডিও ক্লিপিংস শেয়ার হয়েছে৷ যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা বিশ্বে৷

সম্পর্কিত খবর