বাংলা হান্ট ডেস্ক : ভয়াবহ হামলার পর চাঞ্চল্যয় ছড়িয়েছে অস্ট্রেলিয়ার সিডনির শপিং মলে (Sydney Mall Attack)। প্রকাশ্য দিবালোকে ঘটে গেল এলোপাথাড়ি গুলি ও ছুরিকাঘাত। ইতিমধ্যেই এই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। সেদেশের প্রশাসনের দাবি, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রিপোর্ট বলছে, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ওয়েস্টফিল্ড বন্ডি জংশন শপিং মলে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে তদন্ত।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে সিডনির সময় অনুযায়ী দুপুর ৩টে ৪০ এর দিকে। সিডনির এই শপিং মলের মধ্যে আচমকাই হত্যালীলা চালাতে শুরু করে আততায়ী। তার হাতে ছুরি এবং বন্দুক দেখে কেউই তাকে বাধা দেওয়ার সাহস পায়নি। ঘটনার খবর মিলতেই সেখানে পুলিশ বাহিনি পাঠায় সেদেশের প্রশাসন। মুহুর্তের মধ্যে মল খালি করে সবাইকে নিরাপদ স্থানে পাঠায় উদ্ধারকারী দল।
অন্যদিকে গুলির লড়াই শুরু হয় পুলিশ ও আততায়ীর মধ্যে। মুহুর্তের মধ্যেই আততায়ীকে নিকেষ করে সিডনির পুলিশ। এলি উইলিয়ামস নামক এক প্রতক্ষ্যদর্শী এই প্রসঙ্গে জানিয়েছেন, ঐ ব্যক্তি উন্মাদের মত সবাইকে তাড়া করতে থাকে। কাউকে ছুরি দিয়ে আঘাত করেন তো কাউকে আবার গুলি করেছেন। এই অতর্কিত হামলায় আহত হয়েছেন একাধিক।
আরও পড়ুন : পাকিস্তানে ঢুকে ২০ জন জঙ্গি মেরেছে RAW! ‘নিয়ম মানা যায়না…’, জল্পনা বাড়ালেন জয়শঙ্কর
যদিও এই হামলা ঠিক কেন করা হয়েছে বা এই হামলার নেপথ্যে কে বা কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই ঘটনার সরেজমিনে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে সিসিটিভি ক্যামেরায় বেশকিছু ফুটেজ ধরা পড়েছে যেখানে দেখা যাচ্ছে এক বড় ছুরি নিয়ে শপিং কমপ্লেক্স থেকে এক ব্যক্তি ছুটে বেরিয়ে যান। আশেপাশের লোকজন ভয়ে ছোটাছুটি করতে থাকেন।
আরও পড়ুন : লখনউয়ের বিরুদ্ধে কেকেআরে বড় বদল! বাদ পড়ছেন মহাতারকা? নয়া চমক প্রথম একাদশে
মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবেনিজ। তিনি বলেন, ‘দুঃখজনকভাবে, একাধিক হতাহতের খবর পাওয়া গেছে এবং সমস্ত অস্ট্রেলিয়ানদের প্রথম চিন্তা ক্ষতিগ্রস্তদের এবং তাদের প্রিয়জনদের নিয়ে। আহতদের জন্য আমাদের সমবেদনা এবং আমরা তাঁদের যত্ন নেওয়ার পাশাপাশি আমাদের সাহসী পুলিশ এবং প্রথম প্রতিক্রিয়াকারীদের ধন্যবাদ জানাই।’