আরেব্বাস! এ তো পুরো ম্যাজিক! মাসে ১০০০ টাকা দিলেই ২ কোটি রিটার্ন! SIP’র হিসেবটা জাস্ট দেখুন

বাংলাহান্ট ডেস্ক : প্রতি মাসে মাত্র এক হাজার টাকা করে বিনিয়োগ (Investment) করতে পারলে হতে পারেন কোটিপতি! না, কোনও চিটফান্ড নয়, বরঞ্চ দীর্ঘমেয়াদী নিরাপদ বিনিয়োগের মাধ্যমে আপনি কিছু বছরের মধ্যে হয়ে উঠতে পারেন কোটিপতি। আজকাল অনেকেই বিনিয়োগের মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন

মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) এসআইপি (Systematic Investment Plan)

অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, কিছুটা বুদ্ধি করে মিউচুয়াল ফান্ডের এসআইপিতে (Systematic Investment Plan) বিনিয়োগ করলে আসতে পারে মোটা রিটার্ন। অর্থনৈতিক বিশেষজ্ঞরা রীতিমত অংক কষে দেখিয়েছেন কীভাবে প্রতি মাসে এক হাজার টাকা বিনিয়োগ করলে একটা সময় পর পেতে পারেন ২.৩৩ কোটি টাকা রিটার্ন।

আরোও পড়ুন : ক্রাশ আপনার প্রেমে পড়েছে কিনা বুঝবেন কী করে? জানুন বিস্তারিত

খুব সহজেই বিনিয়োগ করা যায় মিউচুয়াল ফান্ড এসআইপিতে (Systematic Investment Plan)। প্রতিমাসে কিছু টাকা করে জমালেই তৈরি হতে পারে বড় অংকের ফান্ড। তবে আপনি যদি কোটিপতি হতে চান তাহলে আপনার ধারনা থাকতে হবে বিনিয়োগের মেয়াদ এবং পদ্ধতি সম্পর্কে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা সর্বদা বলে আসেছেন যে এসআইপিতে (Systematic Investment Plan) সব সময় দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে হয়। এতে ঝুঁকির সম্ভাবনা কম থাকে।

আরোও পড়ুন : গায়ে হাত গিয়ে পোজ দিতেই ওরির নাকে এক টান, কেন এমন করলেন অনন্ত?

সহজেই পাওয়া যায় ২০ থেকে ২৫ শতাংশ রিটার্ন। পাশাপাশি থাকে কমপাউন্ডিংয়ের লাভ। ভবিষ্যৎ মজবুত করার জন্য বিনিয়োগ করতে শুরু করুন অল্প বয়স থেকেই। ধরা যাক একজন বিনিয়োগকারী প্রতিমাসে এক হাজার টাকা করে বিনিয়োগ করছেন। ২০ বছর পর তার মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে  ২.৪ লক্ষ টাকা। যদি ১৫ শতাংশ করে বার্ষিক রিটার্ন আসে তাহলে বিনিয়োগকারী পাবেন ১৫.১৬ লক্ষ টাকা।

fixed deposit

বার্ষিক রিটার্ন ২০% হলে বিনিয়োগ কারীর হাতে আসবে ৩১.৬১ লক্ষ টাকা। এসআইপি (Systematic Investment Plan) ক্যালকুলেটর অনুযায়ী ধরা যাক কোনও বিনিয়োগকারী ৩০ বছর প্রতি মাসে এক হাজার টাকা করে বিনিয়োগ করেছেন। তাহলে ৩০ বছর পর তার মোট বিনিয়োগের অংক দাঁড়াবে ৩,৬০,০০০ টাকা। বার্ষিক কুড়ি শতাংশ করে রিটার্ন পেলে তিনি ৩০ বছর পর পাবেন মোট ২,৩৩,৬০,৮০২ টাকা। অর্থাৎ সুদ বাবদ পেয়ে যাবেন ২,৩০,০০,৮০২ টাকা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর