বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় জাতীয় দলের হয়ে কিছুসময় আগেই একজন বোলার খেলেছিলেন, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখানোর ক্ষমতা রাখতেন। কিন্তু নির্বাচকরা এই খেলোয়াড়কে ভারতীয় দল থেকে আচমকাই ব্রাত্য করে দিলেন। এই বোলার শ্রীলঙ্কার কিংবদন্তি বোলার লাসিথ মালিঙ্গা এবং ভারতের তারকা বোলার যশপ্রীত বুমরার মতো মারাত্মক ইয়র্কার বল করতে সিদ্ধহস্ত ছিলেন।
থাঙ্গারাসু নটরাজন, যিনি ভারতের নতুন ডেথ বোলিংয় তারকা হবেন প্রায় এক বছর ধরে ভারতীয় দলের বাইরে রয়েছেন। নির্বাচকরা এই খেলোয়াড়কে ভারতীয় দলের এই তরুণ প্রতিভাকে এখন আর নিজেদের তালিকায় আনছেন না। নটরাজনকে শেষবার ২০২১ সালের মার্চ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম টি টোয়েন্টি এবং একদিনের সিরিজে খেলতে দেখা গিয়েছিল।
নটরাজন ভারতের হয়ে ১টি টেস্ট ম্যাচ, ৪টি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ এবং ২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টি. নটরাজন টেস্টে ৩ উইকেট, টি টোয়েন্টিতে ৭ উইকেট এবং একদিনের ম্যা ৩ উইকেট নিয়েছেন। আইপিএল ২০২০ তে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এই বোলার টিম ইন্ডিয়ার জন্য তিনটি ফর্ম্যাটেই অভিষেকের সুযোগ পেয়েছিলেন।
৩০ বছর বয়সী ফাস্ট বোলার নটরাজন ২০২০-২১ সালের অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের তিনটি ফর্ম্যাটেই ‘স্বপ্নের অভিষেক’ করেছিলেন। নটরাজন নির্ভুল ইয়র্কাঋ বিশেষজ্ঞ। তাই তিনি ডেথ ওভারে জন্য খুবই বিপজ্জনক প্রমাণিত হয়েছিলেন। নটরাজন এখনও ভারতীয় দলে প্রত্যাবর্তন করার আশা রাখেন।