বাংলা হান্ট ডেস্কঃ ভারত আজ ৭২ তম গণতন্ত্র দিবস পালন করছে। রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ জাতীয় পতাকা উত্তোলন করার পর প্যারেড শুরু হয়। রাজ্যের ট্যাবলো, আত্মনির্ভর ভারতের ঝলক দেখানোর পর রাফাল বিমান গর্জে ওঠে আকাশে। আজকে রাজপথে পশ্চিম বঙ্গের ট্যাবলো নজর কাড়ে সবার। দিল্লীর রাজপথে প্রদর্শিত হয় বাংলার সুবজ সাথীর ট্যাবলো। এছাড়াও আজ দিল্লীতে বাংলার কালাহান্ডির সংস্কৃতি তুলে ধরা হয়। নৃত্য প্রদর্শন করে সকলকের মন জয় করে কলকাতার ছাত্রছাত্রীরা।
One Rafale with 2 Jaguar Deep penetration strike aircraft & 2 MiG-29 Air Superiority Fighters, in 'Eklavya’ formation are the next to fly past, at a height of 300m & speed of 780 Km/h.
The formation is led by Gp Capt Rohit Kataria, Flight Commander of 17 Squadron. #RepublicDay pic.twitter.com/UCCcQMy0gR
— ANI (@ANI) January 26, 2021
আরেকদিকে, দিল্লীর সীমান্তে কেন্দ্র সরকার দ্বারা লাগু করা কৃষি আইনের বিরোধিতায় কৃষক সংগঠন গুলো ট্র্যাক্টর প্যারেড করে। কৃষকদের ট্র্যাক্টর প্যারেডের কথা মাথায় রেখে রাজপথ আর দিল্লীর বিভিন্ন বর্ডারে হাজার হাজার সশস্ত্র সেনা জওয়ান মোতায়েন করা হয়। গোটা দিল্লীতে বহু স্তরীয় সুরক্ষা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে।
গণতন্ত্র দিবসের প্যারেডে আত্মনির্ভর ভারতের ঝলক দেখা যায়। বায়ো টেকনোলজিক্যাল বিভাগ, করোনার ভ্যাকসিন প্রস্তুত ওঁরা, ডিজিট্যাল ইন্ডিয়া আর আয়ুষ মন্ত্রালয়ের ঝলক দেখানো হয় আজ।
Delhi: With the theme of 'Aatma-Nirbhar Bharat Abhiyan: COVID' the tableau of the Department of Biotechnology depicts the process of #COVID19 Vaccine development through various processes. #RepublicDay pic.twitter.com/xBqTeXIVxq
— ANI (@ANI) January 26, 2021
একলব্য ফর্মেশনের নেতৃত্ব দেয় রাফাল বিমান। রাফালের সাথে সাথে দুটি জ্যাগুয়ার, দুটি মিগ-২৯ বিমান একসাথে আকাশে ওড়ে। ফর্মেশনের নেতৃত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন রোহিত কটারিয়া।
রাফালের ফ্লাই পাস্টের পর রাজপথে গণতন্ত্র দিবসের সমারোহ শেষ হয়। রাষ্ট্রপতির দেহরক্ষীরা এসে রাষ্ট্রপতিকে রাজভবনের দিকে নিয়ে যায়। এরপর প্রোটোকল অনুযায়ী উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এক এক করে ফিরে যান।