চার বায়ুসেনা অফিসারের হত্যার মামলায় দোষী সাব্যস্ত আলগাওবাদী নেতা ইয়াসিন মালিক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ টাডা কোর্ট (TADA Court) জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের সভাপতি ইয়াসিন মালিক (Yasin Malik) সমেত আরও ছয়জনের বিরুদ্ধে ভারতীয় বায়ুসেনার অফিসার রবি খান্না (Rabi Khanna) সমেত আরও তিনজনের হত্যার মামলায় অভিযোগ নির্ধারিত হয়ে গেছে।

২৫ জানুয়ারি ১৯৯০ এ এয়ারফোর্স আধিকারিকদের উপর গুলি চালানো হয়েছি, যার ফলে ৫ জন বায়ুসেনা আধিকারিক শহীদ হয়েছিলেন। এরপর এই হত্যার তদন্ত সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়।

সিবিআই এদের সবার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করায় সফলতা হাসিল করে। টাডা আদালত এই হত্যা কাণ্ডে ইয়াসিন মালিক ছাড়া জাভেদ আহমেদ মীর, মঞ্জুর আহমেদ, নানা জি, আলী মোহম্মদ মীর, শৌকত আহমেদ আর জাভেদ আহমেদকে দোষী সাব্যস্ত করে।

X