হঠাৎ করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পৌঁছলেন কাশ্মীরে, লোকজন তাঁকে ঘীরে তাদের দাবী জানালেন
বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (India) বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jayashankar) সোমবার কাশ্মীর (Kashmir) পরিদর্শনে যান। সেখানে গিয়ে ইরানে (Iran) আটকে থাকা ভারতীয় ছাত্রদের পিতা মাতার সঙ্গে দেখা করেন। সেই সকল ছাত্রদের পরিবারের লোকজন সরকারকে বারবার করে করোনা ভাইরাসের (Corona Vairas) আক্রমনের হাত থেকে তাদের সন্তানদের রক্ষা করা কথা বলেন। এবং তাদের ফিরিয়ে আনার কথা বলেন। এস … Read more