দুজনেই জাভেদ, প্রথমে অস্বীকার করলেও গীতিকারের সঙ্গে ছবি দিয়ে ‘দাদু’ বলে ডাক উরফির!
বাংলাহান্ট ডেস্ক: উরফি জাভেদ (Urfi Javed) নামটা এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে থাকে সবসময়। কারোর কাছে তিনি ‘ফ্যাশন কুইন’, আবার কারোর কাছে ‘ডিজাস্টার’। প্রতিদিনই ভারতীয় সংষ্কৃতি নষ্ট করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ওঠে গ্রেফতারির দাবি। তবে এসব নেতিবাচক প্রচারের জোরেই এখনো লাইমলাইটে টিকে রয়েছেন উরফি। অভিনয়ে কেরিয়ার শুরু করলেও তাঁর উত্থান মূলত বিগ বস OTT থেকে। … Read more