দুই সুপারস্টারেরই কদর নেই বাংলায়! নন্দনে জায়গাই পেল না সাংসদ দেব-মিঠুনের ছবি ‘প্রজাপতি’!
বাংলাহান্ট ডেস্ক: প্রত্যাশা মতোই মুক্তি পাওয়ার পরেই সাড়া ফেলে দিয়েছে ‘প্রজাপতি’ (Projapoti)। প্রথম বার বাবা ছেলের জুটিতে পর্দায় ধরা দিয়েই প্রশংসা কুড়িয়ে নিয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং দেব (Dev)। একজন বাংলার বর্ষীয়ান সুপারস্টার, অন্যজন নবীন সুপারস্টার। দেব মিঠুনের ছবি মুক্তি পেয়েছে গোটা বাংলা জুড়ে। ব্রাত্য স্রেফ নন্দন। শহর কলকাতার চলচ্চিত্রের পীঠস্থান স্বরূপ নন্দন। সেখানে … Read more