অপেক্ষার প্রহর শেষ! বুলেট ট্রেন চলবে কবে? দিন ঘোষণা করে দিলেন রেলমন্ত্রী
বাংলা হান্ট ডেস্ক : ভারতে বুলেট ট্রেনের (Bullet Train) প্রকল্প যে অনেকটাই পিছিয়ে গিয়েছে সে তো জানা কথা। এই প্রকল্পের দেরী হওয়ার পিছনে রয়েছে একগুচ্ছ কারণ। আর তার মধ্যে রয়েছে জমি সংক্রান্ত সমস্যা, আবার কোথাও পরিবেশ গত কারণে ছাড়পত্র পেতে অনেখানি দেরী হয়ে গিয়েছে। নানাবিধ কারণে ভারতীয়দের বুলেট ট্রেনে চাপার স্বপ্ন অধরা থেকে গিয়েছে। বুলেট … Read more