মাত্র চোদ্দ বছরেই গ্রাজুয়েট, প্রথম ভারতীয় হিসাবে নজির গড়ল ‘বিস্ময় বালক’
হায়দ্রাবাদের (Hyderabad) চৌদ্দ বছর বয়সী অগস্ত্য জয়সওয়াল (agastya jaisawal) সবথেকে কম বয়সে গ্রাজুয়েট হিসাবে ভারতীয়দের তালিকায় নাম লিখিয়েছে। জয়সওয়াল ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিএ গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয় নিয়ে গ্রাজুয়েট হয়েছেন। এর আগে তেলেঙ্গানার তিনিই প্রথম ছেলে ৯ বছর বয়সে ৭.৫ জিপিএ নিয়ে দশম শ্রেণি পাশ করেন। ১১ বছর বয়সে অগস্ত্য জয়সওয়াল তেলঙ্গানার প্রথম ছেলে ছিলেন … Read more