২০১৬ তে জালিকাট্টু নিষিদ্ধ করবার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস, এবার তা রক্ষা করবার প্রতিজ্ঞা করলেন রাহুল গান্ধী
তামিল নাড়ুতে ( tamil Nadu) আসন্ন বিধানসভা ভোটে বাংলার মতোই সংস্কৃতির লড়াইয়ে নেমেছে রাজনৈতিক দলগুলি। এদিন মাদুরাইয়ে জালিকাট্টু দেখে এদিন তামিল সংস্কৃতি রক্ষার প্রতিজ্ঞা করলেন রাহুল গান্ধী। তিনি বলেন, তামিলদের আলাদা করে রাখা যাবে না। আমি তামিল ভাষা, সংস্কৃতির রক্ষা করব। বাংলার বিধানসভা ভোটে এবার হাতিয়ার হয়েছে সংস্কৃতি। সংস্কৃতি নিয়ে বাঙালি বরাবরই আবেগপ্রবণ। রবীন্দ্রনাথ থেকে … Read more