এক অধ্যায়ের সমাপ্তি, ‘রান্নাঘর’ এর শেষ দিনে আবেগ ধরে রাখতে পারলেন না সুদীপা
বাংলাহান্ট ডেস্ক: এক যুগের অবসান। ‘রান্নাঘর’ (Rannaghor) এর পরিসমাপ্তিতে এমনটা বলাই যায়। বিগত ১৭ বছর ধরে একটানা চলার পর শেষমেষ ইতি টানা হচ্ছে জি বাংলার এই জনপ্রিয় কুকিং শো এর সফরে। এই দীর্ঘ যাত্রাপথের প্রথম থেকেই সঙ্গী ছিলেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। রান্নাঘর শো টাকে প্রথম পদক্ষেপ থেকে সাফল্যের চূড়ায় উঠতে দেখেছেন। শেষ দিনের শুটিংয়ে … Read more