১৫০ কোটির ছবি ‘রাম সেতু’, অক্ষয় একাই নিলেন এত কোটি টাকা! বাকিদের কপালে জুটল কত?
বাংলাহান্ট ডেস্ক: এক বছরের অপেক্ষা শেষে দর্শকদের জন্য মুক্তি দেওয়া হয়েছে ‘রাম সেতু’ (Ram Setu)। লাগাতার কয়েকটি ফ্লপের পর অক্ষয় কুমারের (Akshay Kumar) এই ছবির দিকে তাকিয়ে ছিলেন অনেকেই। কারণ এই ছবির উপরেই অক্ষয়ের স্টারডমের অনেকটাই নির্ভর করছিল। দিওয়ালি উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাম সেতু। অন্য সময় হলে হলিডে রিলিজের সুযোগ নিয়ে খুব সহজেই ২০০ … Read more