ঋণ শোধ করতে ১৫ কিমি পথ পায়ে হেঁটেই পাড়ি দিলেন এক কৃষক, ব্যাংকে গিয়ে হলেন হতবাক
বাংলাহান্ট ডেস্কঃ ব্যাংকের ফোন পাওয়া মাত্রই ছুটে বাড়ি থেকে বেরিয়ে পড়েন কর্ণাটকের (Karnataka) এক কৃষক (Farmer) লক্ষ্মীনারায়ণ। বর্তমান সময়ে লকডাউন চলার কারণে বাসও ঠিকমত চলছিল না রাস্তায়। অগত্যা বাসের জন্য অপেক্ষা না করে, দীর্ঘ ১৫ কিমি রাস্তা পায়েই হাঁটতে শুরু করেন কৃষক। হন্তদন্ত হয়ে পৌঁছান ক্যানারা ব্যাংকের শাখায়। ব্যাংকে পৌঁছেই অবাক হয়ে যান কৃষক। তাঁর … Read more